আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, বৈঠকে উপস্থিত থাকবেন আরও তিন রাজ্যের মুখ্যমন্ত্রী - Bangla Hunt

আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, বৈঠকে উপস্থিত থাকবেন আরও তিন রাজ্যের মুখ্যমন্ত্রী

By Bangla Hunt Desk - February 27, 2020

আগামীকাল শুক্রবার ভুবনেশ্বরে হতে চলেছে ইস্টান জোনাল কাউন্সিলের বৈঠক। বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি , বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সুরেন এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক।

স্বরাষ্ট্রমন্ত্রী ও চার রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে আন্তঃরাজ্য সমন্বয়, আন্ত রাজ্যের বিভিন্ন বিষয়ে সমস্যার সমাধান ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে এই বৈঠকে আলোচনা হবে।

আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী ও মমতা ব্যানার্জির মধ্যে CAA, NRC ও NPR নিয়ে কোনো আলোচনা হয় কিনা তার দিকে সবার নজর রয়েছে।

মমতা ব্যানার্জি এখন ভুবনেশ্বর রয়েছেন। গতকাল তিনি পুরীর মন্দিরে পুজো দিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, পুজো দিয়ে তিনি জগন্নাথ দেবের কাছে রাজ্যের তথা রাজ্যের মানুষের  কামনা করেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর