নকশা তৈরির প্রস্তুতি চলছিল জোরকদমে। শুধু জনবহুল রাস্তায় মানুষের মাথা কেটে হত্যাই নয়, আরও প্ল্যান ছকে রাখা হয়েছিল। তার মধ্যে অন্যতম ক্ষেপণাস্ত্র হামলা। দ্বিতীয় হুগলি সেতু থেকে ধৃত দুই সন্দেহভাজন আইএস জঙ্গির ডেরায় অন্য অনেক কিছুর সঙ্গেই মিলেছে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির নকশা। এতে গোয়েন্দাদের চিন্তা আরও বেড়েছে। বিষয়টি অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে জানায়নি কলকাতা পুলিসের এসটিএফ। ওই নকশা ধৃতরা কোথা থেকে পেল, আগে তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্রের খবর, অনলাইনে ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন ধরনের ড্রোন তৈরির প্রশিক্ষণ নিচ্ছিল দুই জঙ্গি। তদন্তকারীদের অনুমান, আকাশপথে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র পাঠানোর জন্যই এই প্রস্তুতি। কোথাও ড্রোন হামলা চালানোর পরিকল্পনা ছিল কি না, তা জানতে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃত মহম্মদ সাদ্দাম ও সইদ আহমেদকে।
আরো পড়ুন- বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিকে আরও ৩ শিক্ষকের চাকরি গেল
হাওড়ার বাসিন্দা এই দুই যুবকই আইএস-এর মতাদর্শ রক্ষার শপথ নিয়েছিল। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ডায়েরি থেকে জানা গিয়েছে এই তথ্য। শুধু তাই নয়, দু’জনকে জেরা করে তদন্তকারীরা জেনেছেন—দিল্লি, তেলেঙ্গানা, হায়দরাবাদ, বেঙ্গালুরু সহ বিভিন্ন রাজ্যের আইএস মডিউলের সঙ্গে সাদ্দাম ও সইদের যোগাযোগ ছিল। ফান্ড ট্রান্সফারের কথাও চলছিল। কয়েকজনের সঙ্গে দেখা করার জন্য দিনকয়েকের মধ্যে ভিন রাজ্যে যাওয়ার কথা ছিল দু’জনের। তাদের মধ্যে অন্যতম মধ্যপ্রদেশের প্রাক্তন এক সিমি নেতা (বর্তমানে আইএস)। ওই ব্যক্তি সাদ্দাম ও সইদকে একে সিরিজের একটি রাইফেল জোগাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ধৃতদের চ্যাট রেকর্ড থেকে এই তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। জানা গিয়েছে বাইরের রাজ্যের বেশ কয়েকজনের নামও। তাদের খোঁজে ইতিমধ্যেই মধ্যপ্রদেশের ভোপাল ও জব্বলপুরে হানা দিয়েছে এসটিএফ। পাঁচদিন আগে বেঙ্গালুরুতে ধরা পড়েছে আরও দুই সন্দেহভাজন আইএস জঙ্গি, রোশন খাজুদ্দিন ও শেখ হুজাইর ফারহান। সাদ্দামদের সঙ্গে তাদের যোগ ছিল কি না, খোঁজখবর চলছে তারও।
ধৃত দুই জঙ্গির ভুয়ো নামে ক্রিপ্টো অ্যাকাউন্ট রয়েছে বলে সূত্রের খবর। এর মাধ্যমে তাদের কাছে বিদেশ থেকে টাকা জমা হচ্ছিল। এই অ্যাকাউন্টগুলির তথ্য নিয়ে বিদেশে কার কার সঙ্গে হাওড়ার এই যুবকদের যোগ ছিল, সেটি শনাক্ত করার চেষ্টা হচ্ছে। সূত্রের খবর, জেরায় সাদ্দামরা জানিয়েছে, অনলাইনে তাদের ক্লাস নিত ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞরা। তারা দেশ তথা বিদেশে বিভিন্ন সংস্থায় ইঞ্জিনিয়ার পদে কর্মরত।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!