" অমিত শাহের সভাতে মাইক বাজাবেই হুমকি " বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের - Bangla Hunt

” অমিত শাহের সভাতে মাইক বাজাবেই হুমকি ” বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের

By Bangla Hunt Desk - February 28, 2020

আগামী ১লা মার্চ কলকাতার শহীদ মিনারে সভা করবেন অমিত শাহ । আজ সভাস্থল ঘুরে দেখতে যান বিজেপি নেতা রাজু ও বিধায়ক সব্যসাচী দত্ত ।

বিধায়ক সব্যসাচী দত্ত সাংবাদিকদের জানায়, সভা আইন মেনেই হবে, আইন অমান্য করে কিছুই হবে না।
বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় জানান, সভাতে মাইকের ব্যবস্থা থাকবে। পুলিশ যদি আমাদের মাইক বাজানোর অনুমতি নাও দেয়, তাহলেও মাইক বাজবেই। পশ্চিমবঙ্গের কোনো গণতন্ত্র নেই, এখানে বিরোধীদের কোনো সভা মিছিল করতে দেওয়া হয় না। এর আগেও অনেকবার মোদি, অমিত সাহার সভা করার জন্য অনুমতি চেয়েছিলাম কিন্তু প্রশাসন আমাদের অনুমতি দেয়নি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর