অমিত শাহের ভার্চুয়াল সভার পরেই আরামবাগে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের হিড়িক - Bangla Hunt

অমিত শাহের ভার্চুয়াল সভার পরেই আরামবাগে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের হিড়িক

By Bangla Hunt Desk - June 09, 2020

নিজস্ব সংবাদদাতা, বাপ্পাই দত্ত; আজ অমিত শাহের ভার্চুয়াল সাভার পরেই রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের হিড়িক পরল। তেমনি আজ আরামবাগ শহরে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC ত্যাগ করে বিজেপির শ্রমিক সংগঠনে যোগদান করল ৬৫ জন টোটো চালক। পরে আরও ৪০ জন যোগদান করেন বিজেপিতে।

এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ জেলার BJP সভাপতি বিমান ঘোষ ও ভারতীয় মজদুর ট্রেড ইউনিয়নের সভাপতি শুভাশীষ দত্ত, এছাড়া উপস্থিত ছিলেন যুব সভাপতি বিশ্বজিৎ ঘোষ সহ বিজেপির বলিষ্ঠ কার্যকর্তারা।

আজ অমিত শাহের ঐতিহাসিক ভার্চুয়াল জনসভা দিনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন BJMTU রাজ্য সভাপতি বাবান ঘোষ এবং তিনি এই অভাবনীয় কর্মসূচি পালন করার জন্য সাধুবাদ জানিয়েছেন আরামবাগে জেলা সভাপতি বিমান ঘোষকে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর