অভিষেককে বিজেপি ভয় পায় : মমতা বন্দ্যোপাধ্যায় - Bangla Hunt

অভিষেককে বিজেপি ভয় পায় : মমতা বন্দ্যোপাধ্যায়

By Bangla Hunt Desk - May 19, 2023

বাংলাহান্ট ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামীকাল নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। ফলে নবজোয়ার যাত্রা মাঝ পথে বন্ধ করে তাকে ফিরতে হচ্ছে কলকাতায়। যদিও অভিষেকের পাত্রসায়রের কর্মসূচি ভেস্তে যেতে দেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি পাত্রসায়রের নবজোয়ার যাত্রায় যোগ দিয়েছেন তিনি। এদিন বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, ”ইডি-সিবিআই তৃণমূলকে সবথেকে বেশি ভয় পায়। বিজেপি ভয় পায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এভাবে নোটিশ দিয়ে অভিষেককে আটকে দিয়ে বন্ধ করা যাবে না নবজোয়ার যাত্রা। ২৫ দিন ধরে রাস্তায় আছে অভিষেক। অভিষেককে আটকালে আমি যোগ দেব নবজোয়ার যাত্রায়। কীভাবে নবজোয়ার বন্ধ করা যায় সেই চেষটা চালাচ্ছে বিজেপি। বিজেপিকে দেশ ছাড়া না করা পর্যন্ত জারি থাকবে তৃণমূলের লড়াই।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর