অভিষেককে ডাকল সিবিআই! ‘নবজোয়ার’ কর্মসূচি স্থগিত রেখে কলকাতা ফিরছেন তিনি - Bangla Hunt

অভিষেককে ডাকল সিবিআই! ‘নবজোয়ার’ কর্মসূচি স্থগিত রেখে কলকাতা ফিরছেন তিনি

By Bangla Hunt Desk - May 19, 2023

বাংলাহান্ট ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠাল সিবিআই। নবজোয়ার কর্মসূচি স্থগিত রেখে বাঁকুড়া থেকে কলকাতায় ফিরছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদলে এবার বাঁকুড়ায় তৃণমূলের কর্মসূচিতে যোগ দেবেন স্বয়ং দলনেত্রী! আগামাীকাল, শনিবার পাত্রসায়রের জনসভায় ভার্চুয়ালি থাকবেন তিনি।

হাইকোর্টের স্বস্তি মেলেনি। রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষের চিঠি মামলায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠাল সিবিআই। কবে হাজিরা? আগামীকাল, শনিবার সকাল ১১টা কলকাতায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। বৃহস্পতিবারই অভিষেক জানিয়েছিলেন যে, সিবিআই ডাকলে তিনি ‘নবজোয়ার’ কর্মসূচি স্থগিত রেখে কলকাতায় যাবেন। সিবিআইয়ের নোটিসের পরই শুক্রবারই কলকাতায় ফেরার কথা জানিয়েছেন অভিষেক।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদলে এবার বাঁকুড়ায় তৃণমূলের কর্মসূচিতে যোগ দেবেন স্বয়ং দলনেত্রী! শুক্রবার বিকেল ৩টে ৪৫ মিনিটে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা দেবেন তৃণমূলনেত্রী।

পঞ্চায়েত ভোটের আগে ‘নবজোয়ার’ কর্মসূচি নিয়েছে তৃণমূল। যার মূল হোতা অভিষেক। ৬০ দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় জনসংযোগ করছেন অভিষেক। সিবিআইয়ের তলবের কারণে সেই কর্মসূচি স্থগিত রেখে কলকাতায় ফিরছেন তিনি। বাঁকুড়ায় অভিষেকের ওই কর্মসূচিতে তাঁর বদলে ভার্চুয়ালি মাধ্যমে বক্তৃতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর