অভিনেতা ইরফান খান প্রয়াত! মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৪ বছর - Bangla Hunt

অভিনেতা ইরফান খান প্রয়াত! মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৪ বছর

By Bangla Hunt Desk - April 29, 2020

বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা ইরফান খান। মাত্র চার দিন আগেই তার মা জয়পুরে মারা যান। অসুস্থতার কারণে মায়ের শেষকৃত্যে পৌঁছাতে পারেনি ইরফান খান। বেশ কয়েক বছর ধরেই ব্রেইন টিউমার নিয়ে অসুস্থতায় ভুগছিলেন অভিনেতা ইরফান খান।

বুধবার সকালে তিনি মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মারা যান। সেখানে কোলন ইনফেকশন সমস্যা নিয়ে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ইরফান। কিন্তু গত কয়েকদিন ধরেই শারীরিক পরিস্থিতি নিয়ে নানান সমস্যা দেখা দেয় তার। অবশেষে বুধবার সকালে মৃত্যু হলো তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই পুরো বলিউড ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট করে তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন।

কিছুদিন আগেই তার অনুরাগীদের উদ্দেশ্যে টুইট করে ইরফান লিখেন “জীবনে জয়ী হওয়ার সাধনায় মাঝেমধ্যে ভালোবাসার গুরুত্ব ভুলে যাই আমরা। তবে দুর্বল সময় আমাদের তা মনে করিয়ে দেয়। জীবনের পরবর্তী ধাপে পা রাখার আগে তাই খানিকক্ষণ থমকে দাঁড়াতে চাই আমি। অফুরন্ত ভালোবাসা দেওয়ার জন্য এবং পাশে থাকার জন্য আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাতে চাই। আপনাদের এই ভালোবাসাই আমার যন্ত্রণার প্রলেপ দিয়েছে। তাই ফের আপনাদের কাছে ফিরছি, অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে”।

পিকু, তলোয়ার, লাঞ্চ বক্সের মতো একাধিক ছবিতে তিনি অভিনয় করেন তিনি। তার অভিনয় দক্ষতা ছিল প্রচুর, সকলের মনে রাখার মতো। শুধু বলিউড নয় হলিউডেও দক্ষতার ছাপ রেখে গেছেন তিনি। জুরাসিক ওয়ার্ল্ড, লাইফ অফ পাই এর মতো একাধিক হলিউডই ছবিতে অভিনয় করেন তিনি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর