অবশেষে বর্ষা এল দক্ষিণবঙ্গে, বৃষ্টিতে স্বস্তি ফিরল বাংলায় - Bangla Hunt

অবশেষে বর্ষা এল দক্ষিণবঙ্গে, বৃষ্টিতে স্বস্তি ফিরল বাংলায়

By Bangla Hunt Desk - June 18, 2022

সকাল থেকে মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। এতদিন সাহস করে বলা যাচ্ছিল না বর্ষা এল। তবে অবশেষে শনিবার স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। আনুষ্ঠানিকভাবে বর্ষার আগমন কলকাতায়। বর্ষা ঢুকেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও। শনিবার সাংবাদিক সম্মেলন করে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জিকে দাস জানান, দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু ঢুকে পড়েছে। তবে শুরুতে বর্ষা দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতায় আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে।

আরো পড়ুন- Bankura: অঙ্গনওয়াড়ির খিচুড়িতে আধ গলা সাপ, খেতে বসে অসুস্থ শিশু, শুরু হয় বমি

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, নদিয়া, বীরভূমে বর্ষা ঢুকেছে। পূর্ব মেদিনীপুরের একাংশেও বর্ষা এসেছে। উত্তরবঙ্গে ঢোকার সময়ই মুর্শিদাবাদে বর্ষার আগমন হয়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় এখনও বর্ষার দাক্ষিণ্য পায়নি।

তবে ২০ জুনের আগে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এ বার নির্ধারিত সময়ের পর দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকল। তবে নির্দিষ্ট সময়ের আগেই উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার থেকেই কলকাতার আকাশ মেঘলা। সন্ধ্যার পর বৃষ্টি শুরু হয় মহানগরে।

অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। গত ক’দিন ধরেই বৃষ্টিতে ভিজছে উত্তরের জেলাগুলি। যার জেরে একাধিক নদীর জলস্তর বাড়ছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর