অপরিচ্ছন্ন স্বাস্থ্য কেন্দ্র পরিষ্কার করতে ঝাঁটা হাতে নেমে পড়লেন বিধায়ক - Bangla Hunt

অপরিচ্ছন্ন স্বাস্থ্য কেন্দ্র পরিষ্কার করতে ঝাঁটা হাতে নেমে পড়লেন বিধায়ক

By Bangla Hunt Desk - December 01, 2021

বালুরঘাটঃ অপরিচ্ছন্ন স্বাস্থ্য কেন্দ্র পরিষ্কার করতে ঝাঁটা হাতে নেমে পড়লেন বিধায়ক।মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার হিলি ব্লকের ত্রিমোহিনী স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে গিয়ে,সেই স্বাস্থ্য কেন্দ্র অপরিষ্কার দেখে “স্বচ্ছতা অভিযানে” ব্রতী হলেন বালুরঘাট বিধানসভার বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ড. অশোক কুমার লাহিড়ী।

তিন দিক সীমান্ত ঘেরা দক্ষিন দিনাজপুর জেলার হিলি থানার ত্রিমোহীনী এলাকাটিতে প্রচুর মানুষের বাস। শুরু এই এলাকার মানুষজন নয় এই স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশিল আশপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা।। যদিও চিক্যিস্যা দুরবস্থ্যার জন্য ও যোগাযোগ ব্যবস্থ্যার উন্নতির জন্য গুরুতর অসুস্থ মানুষজন হয় হিলি গ্রামীন হাসপাতালে কিংবা বালুরঘাট জেলা হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে বাধ্য হন। স্বাভাবিক ভাবে পরিকাঠামোগত অভাবেই স্বাস্থ্য কেন্দ্রটি দিন দিন অপরিচ্ছন্নতায় ভরে উঠছিল। সেদিকে তাকিয়েই আজ স্থানিও বিজেপি কর্মী সমর্থকরা ওই স্বাস্থ্য কেন্দ্রটি পরিচ্ছন্ন করার ডাক দেয়। সেই ডাকেই সাড়া দিয়ে বালুরঘাট বিধানসভার বিজেপি দলের বিধায়ক অশোক লাহিড়ী সেই কর্মসুচীতে সামান্যক্ষনের জন্য সামিল হয়ে ঝাটা হাতে নামেন জঞ্জাল সাফাই অভিযানে।

যদিও তৃনমুলের তরফে পুরোটাই বিজেপির স্ট্যান্টবাজি বলে আখ্যা দেওয়া হয়েছে।

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর