করোনা কোপ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল - Bangla Hunt

করোনা কোপ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল

By Bangla Hunt Desk - March 15, 2020

করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে রাজ্য ও কেন্দ্র সরকার একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে। এরই মাঝে কলকাতার বেশিরভাগই টুরিস্ট স্পট গুলি বন্ধ করে দেওয়া হচ্ছে। রবিবার থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এমনটাই জানিয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ।

এছাড়া তার পাশাপাশি বন্ধ করা হচ্ছে জাদুঘর, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম ও সাইন্সসিটি। এগুলির সবগুলি ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সূত্রের খবর। ৩১ মার্চের পর কবে খুলবে তা পরিস্থিতির উপর নির্ভর করবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর