অগ্নিপথ ঘিরে অগ্নিগর্ভ গোটা দেশ! তিনটি ট্রেনে আগুন, পুলিশের গুলিতে নিহত ১ - Bangla Hunt

অগ্নিপথ ঘিরে অগ্নিগর্ভ গোটা দেশ! তিনটি ট্রেনে আগুন, পুলিশের গুলিতে নিহত ১

By Bangla Hunt Desk - June 17, 2022

কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প ঘোষণার পর থেকেই অগ্নিগর্ভ বিহার। টানা তিন দিন ধরে বিক্ষোভ চলছে বিহারে। ট্রেন জ্বালিয়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা। বিহারের বিজেপির প্রধান সঞ্জয় জয়সওয়ালের বাড়িতেও আক্রমণ করেছেন বিক্ষোভকারীরা। ঘটনায় জখম হয়েছেন এক পুলিশ কর্মী।

আরো পড়ুন- সারারাত মোবাইল চার্জ দিলে কিংবা টিভি শুধুমাত্র রিমোট থেকে বন্ধ করলে দিতে হবে অতিরিক্ত ১২ হাজার টাকার বিল!

সকালে লখিসরাই স্টেশনে বিক্রমশীলা এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আগুন লাগান হয়েছে হাজিপুর বারাউনি রেলওয়ের সেকশনের মহিউদ্দিননগর স্টশনের সমপ্তিপুরে দাঁড়িয়ে থাকা জম্মু-তাওয়াই-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনে। সম্পর্ক ক্রান্ত এক্সপ্রেসে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বক্সারে আপ ও ডাউন দুটি লাইনে বসে পড়ে অবরোধ করছে বিক্ষোভকারীরা। উত্তর প্রদেশের বালিয়া স্টেশনে ট্রেনে ভাঙচুর করা হয়েছে। তাণ্ডব চালান হচ্ছে, ভাঙচুর ও লুঠপাট চালান হচ্ছে দোকান বাজারে। রীতিমত উন্মত্ত হয়ে উঠেছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করেছে।

রাজধানী দিল্লিতেও মেট্রো স্টেশনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্ররা। ২৫ জন ছাত্রকে আটক করেছে পুলিশ। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো স্টেশনের গেট।

হরিয়ানার নারনাউল এলাকায় প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন চাকুরি পাবার আশায় থাকা যুবকরা। গুরুগ্রাম-সহ কয়েকটি এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। শুধু গুরুগ্রামই নয়, তার পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার জন্য ফরিদাবাদের বল্লভগড়ে সমস্ত ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ২৪ ঘণ্টার জন্য বন্ধ করা হয়েছে মোবাইল, ইন্টারনেট পরিষেবা।

বারাণসীতেও বিক্ষোভ দেখানো হয়। সেখানে বাসে পাথর ছুড়ে বিক্ষোভকারীরা।

তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদে একটি ট্রেন জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা। সেকেন্দ্রাবাদ স্টেশনেও ভাঙচুর চালিয়েছেন প্রতিবাদকারীরা। সেখানে দোকানসহ নানা সম্পত্তি নষ্ট করা হয়েছে। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।স্থানীয়দের অভিযোগ বিক্ষোভ থামাতে পুলিশ গুলি চালায়। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা তিন।

উল্লেখ্য, অগ্নিপথ প্রকল্পে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করবে। কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ। চলছে অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগ। কিন্তু সরকার এখনও এই প্রকল্প নিয়ে অনড়।

 

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর