অগ্নিপথের আঁচ এবার হাওড়া-কলকাতায়, হাওড়া ব্রিজে বিক্ষোভ, বাতিল একগুচ্ছ ট্রেন - Bangla Hunt

অগ্নিপথের আঁচ এবার হাওড়া-কলকাতায়, হাওড়া ব্রিজে বিক্ষোভ, বাতিল একগুচ্ছ ট্রেন

By Bangla Hunt Desk - June 17, 2022

কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে দেশ জুড়ে চলছে বিক্ষোভ। এই প্রকল্পের বিরোধিতায় হাওড়া ব্রিজ (Howrah Bridge) অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। শুক্রবার সকালে হাওড়া ব্রিজে প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছিল বিক্ষোভকারীরা। তার জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা (Daily Passenger)। বিক্ষোভ আটকাতে লাঠিচার্জ করে পুলিশ। সকাল সাড়ে ৮টা নাগাদ বেশ কয়েকজন যুবক মিছিল করে কলকাতা (Kolkata) যাওয়ার পথে। হাওড়া ব্রিজ অবরোধের চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নর্থ পোর্ট থানার পুলিশ ও হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা। তাঁরা বিক্ষোভকারীদের ব্রিজ থেকে সরিয়ে দেন। এদিকে এই বিক্ষোভের জেরে সবচেয়ে প্রভাবিত দেশের রেলপথ। প্রভাব পড়ল কলকাতা এবং হাওড়়ার রেল পরিষেবাতেও। বাতিল হল একের পর এক দূরপাল্লার যাত্রিবাহী ট্রেন। কয়েকটি ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করার ঘোষণা করল পূর্ব-মধ্য রেল।

আরো পড়ুন- Abhishek Banerjee: চাঁদা তুললেই বহিষ্কার, ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে কড়া বার্তা অভিষেকের

শুক্রবার সকালে হাওড়়া এবং কলকাতা থেকে পাঁচটি ট্রেন বাতিল ঘোষণা করা হয়। এগুলি হল, হাওড়া-পটনা জনশতাব্দী এক্সপ্রেস, নয়াদিল্লি দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-দেহরাদূন উপাসনা এক্সপ্রেস, কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, জশিডি-কিউল প্যাসেঞ্জার ট্রেন। এর পর বিকেলে আরও ট্রেন বাতিল ঘোষণা করে পূর্ব-মধ্য রেল। এগুলি হল, ভাগলপুর-আনন্দবিহার বিক্রমশীলা এক্সপ্রেস, মুজফ্‌ফরপুর জনসেবা এক্সপ্রেস, বাঁকা-রাজেন্দ্রনগর ইন্টারসিটি এক্সপ্রেস। এ ছাড়াও রয়েছে, জামালপুর-কিউল প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন, শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস এবং সাহেবগঞ্জ-জামালপুর প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন। অন্য দিকে, যাত্রাপথ সংক্ষিপ্ত হয়েছে, আসোনসোল-ঝাঝা প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনের। তালিকায় আছে মালদহ টাউন-কিউল ইন্টারসিটি এক্সপ্রেস। জয়নগর-হাওড়া এক্সপ্রেস পুরো যাত্রাপথ না গিয়ে থামবে কাহেলগাঁওয়ে। সাহিবগঞ্জ-ভাগলপুর স্পেশাল ট্রেন যাবে করমতলা পর্যন্ত। জামালপুর-সাহিবগঞ্জ প্যাসেঞ্জার, হটিয়া-পটনা পাটলিপুত্র এক্সপ্রেস, বর্ধমান-হটিয়া মেমু এক্সপ্রেস এবং রামপুরহাট-গয়া প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার কথা ঘোষণা করেছে রেল।

তবে শুধুমাত্র হাওড়াতেই নয়, অগ্নিপথের আঁচ পড়েছে উত্তর ২৪ পরগনাতেও। শুক্রবার সকালে ঠাকুরনগর স্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভকারীরা। অবরোধে আটকে পড়ে আপ ও ডাউন লাইনের বিভিন্ন ট্রেন। এর জেরে শিয়ালদা-বনগাঁ শাখায় ব্যাহত হয় ট্রেন চলাচল। এদিকে সকালে কাজে যোগ দিতে গিয়ে ব্যাপক সমস্যায় পড়েন যাত্রীরা।

 

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর