অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - Bangla Hunt

অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

By Bangla Hunt Desk - July 09, 2020

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে আরও এক নয়া পালক জুড়ে দিলো অক্সফোর্ড ইউনিয়ন। অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে।

অক্সফোর্ড ইউনিয়ন পৃথিবীর সেরা ডিবেটিং সোসাইটি। আর সেখান থেকে আমন্ত্রণ পেয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অত্যন্ত খুশি । ইতিমধ্যেই আমন্ত্রণপত্র মমতা ব্যানার্জি হাতে পেয়ে গেছেন এবং বক্তৃতা দেবেন বলে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন। সূত্রের খবর , করোনা সংকটের জন্য অক্সফোর্ড ইউনিয়ন ভার্চুয়াল সভার আয়োজন করেছে। মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল সবাই বক্তিতা রাখবেন।

এর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রকল্প সবুজ সাথী ও উৎকর্ষ বাংলা জন্য রাষ্ট্রসঙ্ঘের কাছে পুরস্কার লাভ করে সম্মানিত হয়েছে বাংলা। ফের মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ এর মাধ্যমে আরো একবার করে বিশ্বে সম্মানিত হলো বাংলা। ২০১৭ সালে অক্সফোর্ড ইউনিয়ন থেকে বক্তৃতার জন্য ডাক পেয়েছিল মুখ্যমন্ত্রী। তারও আগে ২০১০ সালে রেলমন্ত্রী থাকাকালীন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ পান। কিন্তু মমতা ব্যানার্জি অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে আমন্ত্রণ রক্ষা করা সম্ভব হয়নি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর