সোহমের সাথে ঘর বাঁধতে চলেছেন কি স্বস্তিকা! - Bangla Hunt

সোহমের সাথে ঘর বাঁধতে চলেছেন কি স্বস্তিকা!

By Bangla Hunt Desk - February 25, 2020

এবার সোহমের সাথে ঘর বাঁধতে চলেছেন স্বস্তিকা। পরিচালক অর্জুন দত্তের আগামী ছবি ‘শ্রীমতি’তে অভিনেতা সোহম চক্রবর্তী স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় কে।
‘শ্রীমতি’তে একজন উচ্চ মধ্যবিত্ত ঘরের গৃহবধূ হচ্ছেন শ্রী অর্থাৎ স্বস্তিকা। তিনি রান্না করতে ভালোবাসেন, আর ছবিতে অন্য একটি কাল্পনিক চরিত্রও রয়েছে, যাঁর কাছ থেকে বিভিন্ন রকমের রান্নার টিপস নেন শ্রী। আবার সমস্ত ব্যস্ততার মধ্যে একটা সময় নিজেকে বদলাতেও চান শ্রী। অন্যরকম হতে চান। নিজেকে বদলাতে জিমে ভর্তি হন, নিজের স্টাইল স্টেটমেন্টেও বদল আনেন। তবে শ্রী কি আদৌ নিজেকে বদলাতে পারবেন? সে গল্প অবশ্য শ্রীমতি মুক্তির পরই জানা যাবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর