Arjuna Award: অর্জুন পুরস্কার পেলেন মহম্মদ শামি - Bangla Hunt

Arjuna Award: অর্জুন পুরস্কার পেলেন মহম্মদ শামি

By Bangla Hunt Desk - January 09, 2024

বাংলাহান্ট ডেস্কঃ অর্জুন পুরস্কার (Arjuna Award) পেলেন মহম্মদ শামি (Mohammed Shami)। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ক্রীড়াক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেয়ে উচ্ছ্বাস গোপন করেননি গত বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি।

এবার বিশ্বকাপে মাত্র সাতটা ম্যাচ খেলে সামি মোট ২৪টা উইকেট নিয়েছেন। যারমধ্যে রয়েছে তিনবার পাঁচ উইকেট। বিশ্বকাপের প্রথম থেকে তিনি দলের সঙ্গে থাকলেও পরের দিকে শুরু করে তিনি সবথেকে বেশি উইকেট নিয়েছেন। সবাই যখন মনে করেছিল সামি শেষ সেই সময় তাঁর দুর্দান্ত কামব্যাক অনেককে চমকে দিয়েছে। বিশ্বকাপের পর অবশ্য তিনি চোটের জন্য মাঠের বাইরে।

আরো পড়ুন- প্রয়াত বিশিষ্ট সঙ্গীত শিল্পী রশিদ খান

অর্জুন পুরস্কার পেয়ে সামি সংবাদসংস্থাকে বলেন, ‘এই মুহূর্তটা বর্ণনা করা কঠিন। আমি একটাই কথা বলতে চাই, স্বপ্ন সত্যি হল। এটা আমার জীবনের সবথেকে বড় সাফল্য এবং কঠোর পরিশ্রমের ফল। আমি নিজেকে পুরো ফিট রাখতে চাই।’

গোড়ালিতে চোটের সমস্যায় ভুগছেন তিনি। বিশ্বকাপের সময় তিনি বোলিং করতে গিয়ে সমস্যার মুখে পড়েছিলেন। ইনজেকশন নিয়ে তিনি খেলেছিলেন। এরপর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনি খেলেননি। আফগানিস্তান সিরিজেও তিনি সুযোগ পাননি। ইংল্যান্ড সিরিজেও তিনি খেলতে পারবেন না বলে খবর। তিনি এখনও বোলিং শুরু করেননি, আপাতত তিনি NCA-তে রয়েছেন ফিটনেসের জন্য।

চোট পেলেও চিন্তা নেই

চোট পেয়ে মাঠের বাইরে থাকলেও সামি সেসব নিয়ে বেশি ভাবছেন না। তিনি নিজের মেধা নিয়ে পুরো ভরসায় আছেন। তিনি বলেন, ‘আমার লক্ষ্য হচ্ছে ফিট থাকা সামনে দুটো বড় টুর্নামেন্ট আসছে। টেস্ট সিরিজটাও গুরুত্বপূর্ণ। আমি অবশ্য আমার মেধা নিয়ে ভাবছি না।’

২০২৩ সালে এশিয়া কাপে রাখা হয়নি সামিকে। তিনি ফেরেন বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সিরিজ। সেই সিরিজে সুযোগ পেয়ে তিনি পাঁচ উইকেট নেন। এরপর বিশ্বকাপে তিনি সুযোগ পান হার্দিক চোট পাওয়ায়। তার আগে তিনটে ম্যাচে তাঁকে দলে নেওয়া হয়নি। হার্দিক চোট পেয়ে বেরিয়ে যাওয়ায় তিনি দলে ঢোকেন এবং তারপর নিজের সেরাটা দেওয়া শুরু করেন ও শীর্ষে থেকে শেষ করেন। আগামী টি-২০ বিশ্বকাপেও তাই তাঁকে দেখতে চাইছেন সমর্থকরা, যেকোনও পিচে তিনি বল টার্ন করতে ও উইকেট নিতে পারেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর