এবার দুর্নীতির বাজাবে রেডিও ! জি বাংলায় আসছে অপু বিডিও - Bangla Hunt

এবার দুর্নীতির বাজাবে রেডিও ! জি বাংলায় আসছে অপু বিডিও

By Bangla Hunt Desk - December 19, 2021

এবার দুর্নীতিবাজদের বাজাবে রেডিও! আসছে অপু বিডিও। জি বাংলায় অপরাজিতা অপু এখন টান টান উত্তেজনায় ভরপুর। একের পর এক নতুন চমক, বাড়ির মেয়েরা ঠিক কীভাবে চাইলেই বাইরে বেরিয়ে দুর্নীতি শেষ করতে পারে, সেই গল্পই ফুঁটে উঠছে প্রতিটা পদে পদে এই ধারাবাহিকের মধ্যে দিয়ে। অবশেষে বিডিও হওয়ার স্বপ্নপূরণ হয়েছে অপুর। বহুদিনের তাঁর এই স্বপ্ন পূরণ হয়েছে ঠিকই তবে চাকরির জন্য এবার তাঁকে বাড়ি ছাড়তে হবে। বিডিও হওয়ার পরীক্ষায় পাস করলেও এক নতুন পরীক্ষার সম্মুখীন হতে চলেছে এবার অপু। চ্যানেলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে নতুন প্রোমো (New Promo) যেখানে দেখা যাচ্ছে ‘অপু বিডিও’কে। বিডিওর দায়িত্ব কাঁধে তুলে নিয়েই দুর্নীতিবাজদের রেডিও বাজাতে তৎপর হয়েছে অপু।

ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখানো হয়েছে, চোখে সানগ্লাস আর লাল সাদা সালোয়ার পরে নিজের অফিস ঘরে বসে প্রশাসনিক দায়-দায়িত্ব সামলাচ্ছে অপু। দুর্নীতিবাজরা তাকে ঘুষ দিতে এলে সে আবার দুর্নীতিবাজদের হাত মুচড়ে দিচ্ছে, এমনটাও দেখা গেল প্রোমোতে। অপুর এই কড়া মেজাজ দেখে স্তম্ভিত তার শাশুড়ি মা অবলা আর স্বামী দীপু। তারা তাকে স্যালুট জানাচ্ছেন।

এই প্রোমো সামনে আসতেই নেট মাধ্যমে অপুকে ঘিরে ট্রোলিংয়ের বন্যা বইতে শুরু করেছে। বিডিও হিসেবে অপুর সাজপোশাক থেকে শুরু করে তার আচার-আচরণ, সবকিছু নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনরা। প্রশ্ন উঠছে তার বিডিও হওয়া নিয়েও। বিশেষত ডব্লিউবিসিএসের মতো কঠিন পরীক্ষা যারা ধাপে ধাপে উত্তীর্ণ হয়ে অফিসার হতে পেরেছেন, এত সহজে অপুকে বিডিও হতে দেখে কার্যত সোশ্যাল মিডিয়াতে মেজাজ হারিয়েছেন তারা।

এক নেটিজেনের বক্তব্য, “Civil service এর মতো একটা সম্মানীয় চাকরি কে আপনারা হাসির খোরাক বানিয়ে ছাড়লেন….ধন্য আপনারা। 2019 এ যে WBCS পরীক্ষার হয়েছিল আজ তার group C এর রেজাল্ট দিয়েছে…. আপনাদের মত আজ প্রিপারেশন, কালকে প্রিলি, পরশু মেন্স, তারপরের দিন ইন্টারভিউ দিয়ে সকালবেলা ট্রেনিং করে বিকেলবেলা BDO হিসেবে জয়েন করা যায়না….এত জঘন্য স্ক্রিপ্টরাইটার কোথাও দেখিনি….”।

এমন শয়ে শয়ে কমেন্ট ভেসে আসছে কমেন্ট বক্সে। তবে একা অপু নয়, নেটিজেনদের নজরে রয়েছেন ধারাবাহিকের পরিচালক। কটাক্ষ করে কেউ লিখলেন, “এবার বলতে বাধ্য হলাম ডিরেক্টর কোন সংকর প্রজাতির গাঁজা গাছ থেকে বিশুদ্ধ গাঁজা সেবন করে এরকম গাঁজাখুড়ী গল্প লিখতে পারে”। কারও অভিযোগ, “লোকে কতো পড়াশোনা করে BDO হতে গেলে। আর একে দেখো জীবনে বই খাতা ছুতে দেখলাম না।”

একজন আবার স্ক্রিপ্ট রাইটারকে তোপ দেগে লিখলেন, “এই comedy show এর writer র কে আমার বিনীত অনুরোধ আপনার গাঁজার packet এর expiry date টা একবার দেখে নেবেন মনে হয় ওটা expire হয়ে গেছে। আর পারলে এইসব সস্তার গাঁজা না টেনে একটু branded খাবেন। কিছুদিন আগে WBCS এর সেই ভয়ংকর interview দেখে WBCS aspirants দের শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল আর আজ “অপু BDO র radio বাজানো” দেখে BDO রা অসুস্থ হয়ে পড়বেন”!

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর