জাঁকিয়ে শীতের অপেক্ষায় শহরবাসী, কবে থেকে পড়বে জাঁকিয়ে শীত? জানালো হাওয়া অফিস - Bangla Hunt

জাঁকিয়ে শীতের অপেক্ষায় শহরবাসী, কবে থেকে পড়বে জাঁকিয়ে শীত? জানালো হাওয়া অফিস

By Bangla Hunt Desk - December 12, 2021

বাংলাহান্ট ডেস্কঃ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলেই জাঁকিয়ে শীতের আগমন ঘটবে বঙ্গে, এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। অথচ ডিসেম্বর পড়ে গেছে অথচ কনকনে শীতে দেখা কই? হাহুতাস করছে বঙ্গবাসী। অবশেষে খুশির খবর শোনালে আবহাওয়া দপ্তর। জানিয়ে দিল কবে শীতের আগমন ঘটবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভবনা নেই রাজ্যে। কলকাতায় সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। হাওয়া অফিস জানাচ্ছে আগামী দুই থেকে তিন দিন রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কমবে। রাজ্য জুড়ে শীতের আমেজ অনুভূত হবে। যদিও দিনের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। কাজেই পশ্চিমবঙ্গে শীত পড়তে চলেছে একথা বলাই যায়। আবার সপ্তাহের শেষে রয়েছে রাজ্যে কুয়াশার সতর্কতা।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী তিনদিনে রাতের তাপমাত্রা কমবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় রাতের পারদ দুই থেকে তিন ডিগ্রি নামবে।

আজকের আবহাওয়ারঃ

সর্বোচ্চ তাপমাত্রা 26° C
সর্বনিম্ন তাপমাত্রা 16° C
আদ্রতা 76%
বাতাস 13 km/h

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর