ISL 2021: মোহনবাগানকে ৫ গোলের মালা পরাল মুম্বই, সবুজ-মেরুন শিবিরকে কার্যত তছনছ করে দিল মুম্বই সিটি এফসি - Bangla Hunt

ISL 2021: মোহনবাগানকে ৫ গোলের মালা পরাল মুম্বই, সবুজ-মেরুন শিবিরকে কার্যত তছনছ করে দিল মুম্বই সিটি এফসি

By Bangla Hunt Desk - December 02, 2021

লজ্জার হার মোহনবাগানের। সবুজ-মেরুন রক্ষণ নিয়ে ছিনিমিনি খেলল মুম্বই। ডার্বির পরের ম্যাচেই ফিরল ৫ গোলের লজ্জার হার।  মাণ্ডবীর তীরে বুধবার সবুজ-মেরুন শিবিরকে কার্যত তছনছ করে দিল মুম্বই সিটি এফসি । হাবাসের বিখ্যাত রক্ষণভাগ অসহায়ভাবে আত্মসমর্পণ করল মুম্বইয়ের গতিশীল ফুটবলের সামনে।মুম্বই জিতল ৫-১ গোলে। 

ইতিহাস বলে, ডার্বি (Derby) জয়ের পরের ম্যাচটা জিততেই সবচেয়ে কালঘাম ছুটে যায় বড় দলের। সে লাল-হলুদ হোক, কিংবা সবুজ-মেরুন। সেখানে শনিবারের ডার্বিতে শুধু ৩-০ গোলেই জেতা নয়। লাল-হলুদকে রীতিমতো নাস্তানুবাদ করে জেতা। ফলে বুধবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচের আগে রয় কৃষ্ণদের অতিরিক্ত আত্মতুষ্টিতে ভোগাটা স্বাভাবিক। সেই আত্মতুষ্টি যে কতটা বিপজ্জনক তা এদিন সবুজ-মেরুনকে দেখেই বোঝা গেল। আগের দু’ম্যাচে বড় জয়ের আড়ালে ডিফেন্সের যে ফাঁক ফোকরগুলি ঢাকা পড়ে গিয়েছিল। সেই ফাঁকফোকরগুলি কাজে লাগিয়েই একের পর এক গোল করে গেল মুম্বই।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর