গায়ে শুধু শাড়ি, মেহেদি দিয়ে ব্লাউজ বানিয়ে ইন্টারনেটে ভাইরাল এক তরুনী - Bangla Hunt

গায়ে শুধু শাড়ি, মেহেদি দিয়ে ব্লাউজ বানিয়ে ইন্টারনেটে ভাইরাল এক তরুনী

By Bangla Hunt Desk - December 02, 2021

মেহেন্দির ব্লাউজ ইন্টারনেটে একটি ছবি ভাইরাল হয়েছে। এক মহিলা পরেছেন ব্লাউজ। না বলা বোধহয় ঠিক হল না। ব্লাউজ নয়, তার জায়গা নিয়েছে মেহেন্দি। সেই ভিডিও রীতিমতো ভাইরাল।

তরুণীকে প্রথম ঝলকে দেখে বোঝা দায়। কিন্তু একটু ভাল করে দেখলেই বোঝা যাবে তরুণীর শরীরের উপরের অংশ মেহেন্দি দিয়েই ঢাকা। সাদা শাড়ির সঙ্গে এই গাঢ় খয়েরিং রঙের মেহেন্দি বেশ মানিয়ে গিয়েছে।

তরুণীর পরিচয় জানা যায়নি।  তবে তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছোট্ট এই ভিডিওতে প্রথমে তরুণীর পিঠের অংশটি দেখা যাচ্ছে। মাথায় সুন্দর খোপা করা। তাতে সাদা ফুল জড়ানো। আর পুরো পিঠ জুড়ে ব্লাউজ আঁকা। সামনের দিকে যেতে যেতে হাসি মুখে পিছন ফিরে তাকান তরুণী। ক্যামেরাম্যানের দিকে ফ্লাইং কিস ছুড়ে দেন।

ওই মহিলার এই ভিডিও যেমন পেয়েছে প্রশংসা, তেমন কটাক্ষের শিকারও হতে হয়েছে। অনেকে তো আবার এটাও বলে দিয়েছেন, এই কাজ সংস্কৃতবিরুদ্ধ। তবে যাই হোক, এই ছবি ভাইরাল হয়েছে বেশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর