সংগীতে'র মহাযুদ্ধে বিচারক প্রতিযোগী'র মধ্যে তুমুল কথাকাটাকাটি! অভিজিৎ ভট্টাচার্যকে ধুয়ে দিল প্রতিযোগী - Bangla Hunt

সংগীতে’র মহাযুদ্ধে বিচারক প্রতিযোগী’র মধ্যে তুমুল কথাকাটাকাটি! অভিজিৎ ভট্টাচার্যকে ধুয়ে দিল প্রতিযোগী

By Bangla Hunt Desk - November 15, 2021

সংগীতে’র মহাযুদ্ধে বিচারক প্রতিযোগীর মধ্যে তুমুল কথাকাটাকাটি! কালার্স বাংলায় অভিজিৎ ভট্টাচার্যকে ধুয়ে দিল প্রতিযোগী।

কিছুদিন আগেই কালার্স বাংলায় শুরু হয়েছিল গানের রিয়েলিটি শো ‘সংগীতের মহাযুদ্ধ’র সম্প্রচার। যেখানে প্রতিযোগী হিসেবে দেখা দিয়েছে একাধিক জনপ্রিয় গায়ক গায়িকাকে। পাশাপাশি বিচারকের আসনে ছিলেন বলিউড গায়ক অভিজিৎ ভট্টাচার্য এবং অন্যান্যরা। কিন্তু এবার প্রতিযোগী এবং চ্যানেলের মধ্যেকার তীব্র বিতর্ক ফাঁস হলো সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত এই রিয়েলিটি শোতে এবার প্রতিযোগী হিসেবে যোগদান করেছেন জি বাংলার ‘সারেগামাপা’ বিজয়ী গায়ক সৌম্য চক্রবর্তী। ‘সংগীতের মহাযুদ্ধ’ এর যে সাম্প্রতিকতম প্রোমো প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিচারকদের সামনে বলিউডের ‘সাথিয়া’ ছবির ‘চুপকেসে’ গানটি গেয়ে শোনান। তবে তার গাওয়া গানের খুঁত ধরেন বিচারক অভিজিৎ ভট্টাচার্য। তিনি সোম্যকে বলেন, “টেরিফিক গেয়েছো। কিন্তু তার মধ্যে কোনও লিরিকস ছিল না।” তবে একথা মানতে নারাজ সৌম্য এবং তার মেন্টর। প্রকাশ্যেই বিচারকদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়ে যায় সৌম্য এবং মেন্টরের।

আসন্ন পর্বের ওই ঝলকে দেখা যাচ্ছে শেষমেষ সৌম্য হার স্বীকার করে নেন। আর এখানেই আপত্তি তুলেছেন তারকা প্রতিযোগী। চ্যানেলের তরফ থেকে এই প্রোমো প্রকাশ হওয়ার পরপরই বিস্ফোরক মন্তব্য করেন সৌম্য। তিনি বলেন, তিনি শো ছেড়ে বেরিয়ে আসতে চাইলেও তাকে জোর করে তার সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য করা হয়। ঠিক তার পরের এপিসোডেই ইচ্ছাকৃতভাবে তাকে এলিমিনেট করা হয়।

সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও দেখে সৌম্য মন্তব্য করেছেন, “দয়া করে পুরো ভিডিও টেলিকাস্ট করবেন। যেখানে আমাকে জোর করে ক্যুইট করার ডিসিশান পাল্টাতে বাধ্য করা হয়, যাতে করে আপনারা এলিমিনেট করেছেন সেটা দেখাতে পারেন। আর আমার শ্রোতাদের জন্য বলে দিই। আমি ক্যুইট করবো বলাতে একটা কন্টেন্ট বানিয়ে আমাকে আটকে দেওয়া হয়। এবং ঠিক তার পরের এপিসোডেই এলিমিনেট করা হয়। যাইহোক…. এতে করে লাভ হয়নি কিছু! বাড়ি এসে ফাটিয়ে উল্লাস করেছিলাম আমি।”

এখানেই শেষ নয়, চ্যানেল, শো কর্তৃপক্ষ, “এমনকি বিচারকদেরও চরম সমালোচনা করেন সৌম্য। তিনি লেখেন, বাব্বাহ্…… এ তো দেখি খাসা ব্যাপার। যাক্ আপলোড হয়েছে ক্লিপ্ টা। মজা পেয়েছি।” বিচারকদের পাল্টা চ্যালেঞ্জ করে সৌম্য লেখেন, “চারজন বিচারককেই বলতে চাইবো এই গানটা খালি গলায় গেয়ে নিজেদের প্রোফাইল থেকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে। সবাই শুনুক….. পারলে চেষ্টা করুন ন্যাশনাল চ্যানেলে গিয়ে জাজমেন্ট করার।”

গানের যে লিরিক্স নিয়ে এত তরজা সেই নিয়ে তিনি লিখেছেন, “আর ছুপকে কথাটার আসল উচ্চারণ যদি ভুল হয় তাহলে বলতে হবে…… গুলাম আলী খান সাহাব ভুল, অলভিদা গানের প্রথম লাইনও ভুল…. যাইহোক…. শয়তানির একটা লিমিটেশান থাকে। এই চ্যানেল তো ছাড়িয়ে গেলো দেখছি। যাকগে সবাইকে বলে রাখি আমি ক্যুইট করব বলেই বেরিয়েছি। এরকম একটা ঢপের শো, যার সাউন্ড ব্যালেন্সের মা বাবা নেই। টি আর পি , জি আর পি সবকটাই কাপের তলায়। এরকম শো সৌম্য রাহুল তীর্থ সুপ্রতীপদের ডিসার্ভ করে না। ভালো হয়েছে বেরিয়ে গেছি।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর