

প্লাস্টিক সার্জারি’ এই শব্দটা বলিউডে কিংবা টলিউডে খুব পরিচিত একটা শব্দ। গ্ল্যামার ওয়ার্ল্ডে যুক্ত সব অভিনেতা অভিনেত্রীরা নিজেদের মুখমন্ডলের কোন না কোন অংশ প্লাস্টিক সার্জারির মাধ্যমে আজ অবধি ঠিক করে এসেছেন। এর থেকে বাদ যাননি কেউই। কিছুদিন আগেই দেখা গিয়েছিল বলিউডের যেসমস্ত অভিনেতা অভিনেত্রী টাকার জোরে নাক কেটে সোজা, ঠোঁট কেটে মোটা করে নিজেদের নাম সুন্দরীর তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এমনই একজন প্লাস্টিক সুন্দরী হলেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)। চেহারার উপর অস্ত্রপ্রচার তার চেহারাতে অনেক পরিবর্তন এনেছে। একথা ঠিক, ২৮ বছর আগের ‘বাজিগর’ অভিনেত্রী বর্তমানে আরও অনেক বেশি গ্ল্যামারাস হয়ে উঠেছেন।

শিল্পার ইনস্টাগ্রাম ওয়ালে চোখ রাখলেই পার্থক্যটা বেশ ধরা পড়ে। বলিউডের এই সুন্দরীর সৌন্দর্য বয়সের সঙ্গে সঙ্গে কমেনি, বরং বেড়েছে। সবটাই সম্ভব হয়েছে অস্ত্রপ্রচারের সৌজন্যে। চোখ ধাঁধানো সৌন্দর্য পেতে চেহারার উপর বেশ কয়েকবার ছুরি-কাঁচি চালিয়েছেন অভিনেত্রী। বিশেষত নিজের নাকের আকার নিয়ে মোটেই খুশি ছিলেন না তিনি। তার চেহারার সঙ্গে মানানসই নাকের গঠন পাওয়ার জন্য ২ বার অস্ত্রোপচার করিয়েছেন শিল্পা।

এই প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে অতীতে একবার একটি সংবাদমাধ্যমের কাছে তিনি বলেছিলেন, “হ্যাঁ। আমি নাকের আকার পরিবর্তন করিয়েছি। তাতে কী হয়েছে?” শিল্পা মনে করেন, অস্ত্রোপচারের কারণেই তাকে আরও বেশি সুন্দর দেখায়। বলিউড এবং টলিউড সুন্দরীদের মধ্যে অনেকেই অস্ত্রোপচারের দ্বারস্থ হয়েছেন সুন্দর চেহারা পাওয়ার আশায়। নাক, চোয়াল, ঠোঁটের উপর এক্সপেরিমেন্ট চালিয়েছেন। শিল্পাও তাদের মধ্যে একজন।

তবে শুধু প্লাস্টিক সার্জারি নয়, শিল্পাকে নিয়ে চর্চা করার মত বহু বিষয় রয়েছে ইন্ডাস্ট্রিতে। অক্ষয় কুমারের সঙ্গে তার প্রেম নিয়ে একসময় গুঞ্জন চলেছিল। যদিও টুইঙ্কেল খান্নার সঙ্গে অক্ষয়ের সম্পর্ক শিল্পা এবং অক্ষয়ের সম্পর্ক নষ্ট করে দেয়। ‘ইনসাফ’, ‘জানোয়ার’, ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘ধড়কন’, অক্ষয়ের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন শিল্পা। সেই সূত্রে ঘনিষ্ঠতা বাড়লেও শেষমেষ অক্ষয়ের সঙ্গে ব্রেকআপ করে নেন শিল্পা।

২০০৯ সালে ব্রিটিশ ভারতীয় শিল্পপতি রাজ কুন্দ্রাকে বিয়ে করেন শিল্পা। তাদের দুই সন্তান রয়েছে। রাজকে বিয়ে করার পরেও একাধিক বিতর্কে জড়িয়েছেন শিল্পা। বিশেষত চলতি বছরে রাজ কুন্দ্রা পর্নগ্রাফি মামলাতে জড়িয়ে যাওয়াতে শিল্পার গোটা পরিবারের নাম খারাপ হয়। প্রায় দুই মাস জেলে কাটানোর পর জামিন পেয়ে রাজ এখন শিল্পার সঙ্গেই রয়েছেন। পুরনো তিক্ত অভিজ্ঞতা ভুলে গিয়ে এই দম্পতি ফের ভালো থাকার চেষ্টা করছেন।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স