Dilip Ghosh: ‘তৃণমূলে একজনই পুরুষ, বাকি সব মহিলা’, আবারও দিলীপ ঘোষের মন্তব্যে জোর বিতর্ক - Bangla Hunt

Dilip Ghosh: ‘তৃণমূলে একজনই পুরুষ, বাকি সব মহিলা’, আবারও দিলীপ ঘোষের মন্তব্যে জোর বিতর্ক

By Bangla Hunt Desk - November 12, 2021

ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালে ইকোপার্কে মর্নিং ওয়ার্কে গিয়ে তিনি বলেন, “তৃণমূলে একজনই পুরুষ আছে, বাকি সব মহিলা।” ৷ ‘দিলীপ ঘোষের এরূপ মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক দেখা দিয়েছে। তৃণমূল নেতা কুনাল ঘোষ জানিয়েছেন দিলীপ ঘোষ এর এরূপ মন্তব্যে নারী বিদ্বেষী মনোভাবই প্রকাশ পাচ্ছে।

আরো পড়ুন- শুভেন্দু অধিকারী বিজেপির সংগঠনকে ধ্বংস করছে, নাড্ডাকে নালিশ দিলীপ ঘনিষ্ঠ আদি BJP নেতাদের

উল্লেখ, ঘটনার সূত্রপাত তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষের করা একটি মন্তব্য থেকে। টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিজেপিতে সম্পর্কে বলতে গিয়ে তিনি মন্তব্য করেন,”কোন মহিলার পক্ষেই বিজেপি তে থাকা সম্ভব নয়.।বিজেপি একটি নারী বিদ্বেষী দল। ” সায়নী ঘোষের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জবাব দিতে গিয়েই এদিন এই বিতর্কিত মন্তব্য করেন দিলীপ ঘোষ।

প্রতিদিনের ন্যায় শুক্রবারও মর্নিং ওয়াকে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি সরাসরি তৃনমূলের যুবনেত্রী সায়নী কে আক্রমন করে বলেন,”সায়নী ঘোষ নিজেকে কি মনে করেন? নিজেকে কি পুরুষ মনে করেন নাকি? ”

দিলীপে আরও বলেন,”বিজেপি দেশজুড়ে চারজন-পাঁচজন মহিলাকে রাজ্যপাল করেছে। প্রথম মহিলা বিদেশমন্ত্রী, প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী সবই হয়েছেন। ওঁরা যাকে মহিলা নেত্রী ভাবেন, তিনি তো নিজেকে মহিলা ভাবেন না। তৃণমূলে একজনই পুরুষ আছেন। বাকি সবাই মহিলা।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর