হাওড়া জেলায় বিজেপির সভাপতি থেকে বহিষ্কৃত হওয়া পরেই সুরজিৎ-এর তৃণমূলে যোগদানের জল্পনা তুঙ্গে - Bangla Hunt

হাওড়া জেলায় বিজেপির সভাপতি থেকে বহিষ্কৃত হওয়া পরেই সুরজিৎ-এর তৃণমূলে যোগদানের জল্পনা তুঙ্গে

By Bangla Hunt Desk - November 12, 2021

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে কটাক্ষ করে দল থেকে বহিস্কৃত হলেন হাওড়া জেলা বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। শোনা যাচ্ছে এই পরিস্থিতিতে তৃণমূলের তরফ থেকে সুরজিৎ এর সাথে যোগাযোগ করা হয়েছে। এই ঘটনা কিছুটা হলেও উস্কে দিয়েছে সুরজিৎ সাহার তৃণমূলে যোগদান এর জল্পনা কে।

দল ছাড়ার পর বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বক্তব্য রাখলেন প্রাক্তন বিজেপির হাওড়া সদরের সভাপতি সুরজিৎ সাহা।

সুরজিৎ সাহা জানান,’দীর্ঘ চার বছর ধরে বিজেপি করছি। বর্তমানে বিজেপি ছেড়ে পুজোর মরসুমে পরিবারকে নিয়ে বেরোবো। তবে আমার বিরুদ্ধে যে সকল টাকা তছরুপ সহ মহিলা সংক্রান্ত অভিযোগ উঠেছে তা যদি কেউ প্রমাণ দিতে পারে তাহলে সেই ব্যক্তিকে আমি এক লক্ষ টাকা দেবো। যতদিন বিরোধী দলে ছিলাম ততদিন একটা পয়সা এদিক-ওদিক হয়নি। তবে নানান লোকে নানান কথা বলে। কিন্তু বর্তমানে কি সত্যি আর মিথ্যে সবার সামনে রয়েছে’।

অন্যদিকে আবার হাওড়া বিজেপি কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী বলেন,’সুরজিৎ সাহার বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি অভিযোগ রয়েছে। যতদিন দলে ছিলেন ততদিন রাজ্যের দুর্নীতিমূলক কাজ করে বেরিয়েছে। তবে দল থেকে বহিষ্কৃত হওয়ার পর যেসব অভিযোগ আনছে সেগুলি সম্পূর্ণ অযাচিত। একজন দলীয় কর্মী দল থেকে চলে যাওয়া মানে বিজেপির কাজ বন্ধ হয়ে যাবে না। সুরজিৎ সাহা ছাড়াই বিজেপি পুরো নির্বাচনে ভালো ফলাফল করবে। তবে যেহারে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে একাধিক কর্মীরা তাদের জন্যই ফলাফল ভাল হয়নি গেরুয়া শিবিরের। সুরজিৎ সাহার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা বর্তমানে তদন্ত করা হচ্ছে।

অন্যদিকে আবার রাজনৈতিক বিশেষজ্ঞদের মতানুসারে, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়ার জন্য ঘাসফুলে যোগদান দেওয়া ছাড়া আর কোন পথ নেই সুরজিৎ সাহার কাছে এমনটাই অনুমান করা হচ্ছে। তবে শাসক দলে যোগদান করলেই অরূপ রায়ের প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর যে অভিযোগ এনেছিলেন সেটি সত্য হয়ে যাবে এমনটাও আশঙ্কা রয়েছে। মোট মিলিয়ে পদ্ম ছারার পর ঘাসফুলের দিকে হাত বাড়াবেন কিনা এই দ্বন্দ্ব নিয়েই মূলত সাঁড়াশি চাপের মধ্যে রয়েছে প্রাক্তন বিজেপি সভাপতি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর