

৫১ সতীপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ নলাটেশ্বরী। কথিত আছে এখানে সতীর গলার নলি পড়েছিল। নলাটেশ্বরী থেকেই শহরের নাম নলহাটি।
শোনা যায়, ব্রাহ্মণী নদী তীরে ললাট পাহাড়ের নিচে সতীর কন্ঠনালী পড়েছিল। সেই কণ্ঠনালীর ওপর বেদি তৈরি করে প্রতিষ্ঠিত হন দেবী নলাটেশ্বরী।
রামায়নের সঙ্গেও যোগ রয়েছে এই স্থানের। কথিত আছে, এই টিলাতে সীতার চুল আঁচড়ানোর দাগও রয়েছে। পাশাপাশি রয়েছে কড়ি খেলার গর্তও।
ঝাড়খণ্ড সীমান্তের শহর নলহাটি। একটা সময়ে ঘন জঙ্গলে ঢাকা ছিল এই এলাকা, চারিদিক ছিল পাহাড় দ্বারা বেষ্টিত। একসময়ে এটি নলাটেশ্বরী পাহাড় নামেও প্রচলিত ছিল। রাজমহল পর্বতের পশ্চিমদিকে দেবীর মন্দিরটি অবস্থিত। পরে ধীরে ধীরে জনবসতি বাড়ার ফলে এই মন্দির এবং দেবীর মাহাত্ম্য সকলই সাধারণ মানুষের কানে পৌঁছেছে। এখন বীরভূমে এসে ভারতের সাধারণ মানুষ তারা মা দর্শণের পাশাপাশি দেবী নলাটেশ্বরী মন্দিরও দর্শন করেন।
তবে এই নলাটেশ্বরী মন্দিরের উৎপত্তি কীভাবে হয়েছিল, তা নিয়ে কিন্তু নানারকম মতবাদ প্রচলিত রয়েছে। বলা হয় ৯০০ সনের আষাঢ় মাসের শুক্লা নবমী তিথিতে পাইকপাড়া গ্রামের রামশরন শর্মা নামে জৈনিক ব্যবসায়ীকে মা কালী স্বপ্ন দিয়ে বলেছিলেন যে ওই স্থানে দেবীর নলি পড়েছে, সেখানে তিনি নলাটেশ্বরী দেবী রূপে অবস্থান করছেন। সাধক যেন সতীর অঙ্গ প্রতিষ্ঠা করেন। সাধকও সেই স্বপ্নাদেশ পেয়ে তাই করেছিলেন। বলা হয় এই সাধকের বংশধররাই নাকি বংশ পরম্পরায় এই দেবীর পুজো করে আসছেন।
নলাটেশ্বরী মন্দিরে বছরে দু’ বার বিশেষ পুজো হয়। দুর্গাপুজোর চারদিন মাকে দুর্গা রপে পুজো করা হয়। আর কালীপুজোর দিন মা নলাটেশ্বরীকে কালী রূপে পুজো করা হয়। মন্দিরের পুরোহিত নন্দলাল বন্দ্যোপাধায় বলেন, ‘দুর্গা পুজোর সময় শুধুমাত্র মায়ের নবপত্রিকা আনা হয় না। তাছাড়া পুজোর চারদিন মায়ের সমস্ত আচার মেনে পুজো করা হয়। কালী পুজোয় সকালে মঙ্গল আরতি করা হয়। তারপর শুরু হয় নিত্যপুজো। রাতে ১০৮ প্রদীপ জ্বালিয়ে মায়ের বিশেষ আরতি করা হয়। নিশি অমাবস্যায় মায়ের মন্দিরে হোম যজ্ঞ করা হয়। মাটির প্রদীপ, মোমবাতি আর এলইডি লাইটে ঝলমল করে মন্দির চত্বর। বহু মানুষ মনস্কামনা পুরণ করতে মায়ের সামনে পাঁঠা বলি দেন।’
তবে কালীপুজোর দিন স্থানীয় মানুষের সমাগম হয় বেশি। বাইরে থেকে বহু মানুষ আসেন। কিন্তু সংখ্যায় কম। শুধুমাত্র যাঁরা মানসিক রাখেন, তাঁরাই কালীপুজোর রাতে আসেন নলহাটিতে।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স