T20 World Cup 2021, নামিবিয়াকে ৪৫ রানে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান - Bangla Hunt

T20 World Cup 2021, নামিবিয়াকে ৪৫ রানে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান

By Bangla Hunt Desk - November 03, 2021

আবু ধাবিতে নামিবিয়াকে ৪৫ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় পাক নেতা। বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের ওপেনিংয়ে জুটিতে ভর করে পাকিস্তান দুরন্ত জায়গায় পৌঁছয়। শেষ পর্যন্ত ২ উইকেটের বিনিময়ে ১৮৯ রান তোলে পাকিস্তান। ১৯০ রানে বড় টার্গেট সামনে ছিল নামিবিয়ার। বাবরদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেলেও, ঈগলসরা পাকিস্তানের বিজয়রথ থামাতে পারল না। সুপার-১২ (Super 12)-এ এখনও পর্যন্ত ৪টি ম্যাচে খেলে ৪টিতেই জিতেছে পাকিস্তান। আর তার ফলে প্রাপ্তি বিশ্বকাপের শেষ চারের টিকিট। সত্যিই এ বারের বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন বাবররা। আর প্রথম দল হিসেবে সেমিতেও পৌঁছে গেল পাকিস্তান।

নামিবিয়ার বিরুদ্ধে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ম্যাচ জেতে ৪৫ রানে। নামিবিয়ার বিরুদ্ধেই প্রথম ১০ ওভারে বাবর এবং মহম্মদ রিজওয়ানের জুটি তুলল মাত্র ৫৯ রান। প্রথমে ব্যাট করা কঠিন হলে কী ভাবে ব্যাট করতে হয় সেটাই যেন শেখালেন দু’জনে। পরের ১০ ওভারে পাকিস্তান তুলল ১৩০ রান। দেখিয়ে দিল কঠিন পিচে খেলার মন্ত্র। হাতে উইকেট রেখে খেললে প্রথমে ব্যাট করেও যে লড়াই করার মতো রান করা যায়, সেটাই দেখালেন তাঁরা। নামিবিয়ার বিরুদ্ধে ৪৯ বলে ৭০ রান করলেন বাবর। রিজওয়ান করলেন ৫০ বলে অপরাজিত ৭৯। শেষ ওভারে ২৪ রান করেন তিনি।

১৯০ রানের লক্ষ্য দেখে অনভিজ্ঞ নামিবিয়া দলের চাপে পড়ে যাওয়ার কথা ছিল। উল্টো দিকে যদি শাহিন আফ্রিদি, হাসান আলিদের দৌড়ে আসতে দেখে তা হলে সেই চাপ আরও বেড়ে যাওয়া উচিত। দ্বিতীয় ওভারেই একটি উইকেট পড়ে যাওয়ায় মনে করা হয়েছিল নামিবিয়া হয়তো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কিন্তু তা হল না ১০ ওভার শেষে দেখা গেল স্কোর বোর্ডে ৭০ রান তুলে ফেলেছে নামিবিয়া। হারিয়েছে মাত্র দু’টি উইকেট।

১৯০ রান তুলে ম্যাচ জেতার চেষ্টা নামিবিয়ার মধ্যে দেখা না গেলেও, ২০ ওভার ব্যাট করল তারা। পাকিস্তানের বোলারদের সামলে ১৪৪ রান তুলল নামিবিয়া।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর