রাজ্যে কোথাও উদ্বাস্তু উচ্ছেদ করা যাবে না, সকলেই জমির পাট্টা পাবেন ; মমতা - Bangla Hunt

রাজ্যে কোথাও উদ্বাস্তু উচ্ছেদ করা যাবে না, সকলেই জমির পাট্টা পাবেন ; মমতা

By Bangla Hunt Desk - January 21, 2021

বাংলা হান্ট ডেক্স ; রাজ্যে উদ্বাস্তুরা সকলেই জমির পাট্টা পাবেন। কোথাও উদ্বাস্তু উচ্ছেদ করা যাবে না। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ (বৃহস্পতিবার) নবান্নে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে মমতা জানান, ২ কোটিরও বেশি মানুষ দুয়ারে সরকারে কর্মসূচি শিবিরে হাজির হয়েছেন। ৭৫ শতাংশ ক্ষেত্রেই আবেদনের কাজ হয়ে গিয়েছে। অর্থাৎ ৭৫ শতাংশ মানুষ পরিষেবা পেয়েছেন। তার কথায় রাজ্যে উদ্বাস্তুরা সকলেই জমির পাট্টা পাবেন। উদ্বাস্তুদের ‘যোগ্য মর্যাদা’ দেবে রাজ্য সরকার। রাজ্যের উদ্বাস্তু কলোনিতে নিঃশর্তে দলিল দেওয়ার হবে। উদ্বাস্তু কলোনিতে যাঁরা যে অবস্থায় আছেন, তাঁরা সেইমতোই দলিল পাবেন। তাঁদের দেওয়া হবে পাট্টা। যে মতুয়ারা এখনও পাট্টা পাননি, তাঁদেরও তা দেওয়া হবে পাট্টা। রাজ্যে ২ লক্ষ ৭৯ হাজার পাট্টা দেওয়া হবে। আইএসআই ৪ একর অল্প মূল্যে জমি দেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী আরো জানান, কলকাতার বেহালা, যাদবপুর, ঢাকুরিয়া-সহ সারা রাজ্যের যেখানে যেখানে উদ্বাস্তু কলোনি আছে, সেখানে সমীক্ষা চালাচ্ছে রাজ্য সরকার। সেই সমীক্ষার ভিত্তিতে জমির দলিল প্রদান করা হবে। এভাবে গত দু’বছরে গ্রাম বাংলার ২১৩ টি উদ্বাস্তু কলোনি অনুমোদন পেয়েছে। ৩০,০০০ পাট্টা বিলি করা হয়েছে। আরও ১২,০০০ জনকে পাট্টা প্রদান করা হবে। সেইসঙ্গে বৃহস্পতিবার আরও ৩১ টি কলোনিতে ছাড়পত্র দিয়েছে রাজ্য। তার ফলে ৩,৮৫০ জন পাট্টা পেতে চলেছেন। সবমিলিয়ে রাজ্যে ২৭৯,০০০ পাট্টা বিলি করা হয়েছে। ‘কোনও উদ্বাস্তু নিজের নিঃশর্তে দলিলের অধিকার থেকে বঞ্চিত হবেন না। কোনও কলোনি বাদ যাবে না’ বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একইসঙ্গে মানুষের ব্যাপক সাড়া মেলায় আবারও এক দফায় ‘দুয়ারে সরকার’-এর শিবির চলবে বলে জানিয়েছেন মমতা। তাঁর কথায়, ‘আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত দুয়ারে সরকারের চতুর্থ পর্যায় চলবে। কিন্তু মানুষের আরও আগ্রহ, ইচ্ছাপ্রকাশ দেখে এবং যাঁরা দেরিতে এই প্রকল্পের বিষয়ে জানতে পেরেছেন, তাঁদের কথা মাথায় রেখে আরও এক দফায় এই কর্মসূচি চলবে। আগামী ২৭ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি চলবে।’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর