2020 আইপিএলে বড় পরিবর্তন KKR টিমে, দেখে নিন কারাকারা বাদ পরল! - Bangla Hunt

2020 আইপিএলে বড় পরিবর্তন KKR টিমে, দেখে নিন কারাকারা বাদ পরল!

By Bangla Hunt Desk - February 25, 2020

আইপিএলের অন্যতম টিম কেকেআর 2014 এর পর থেকে একবারও কাপ জিততে পারেনি। এবছর আন্দ্রে রাসেল একাই অনেক ম্যাচ জিতেছেন। তবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অন্য প্লেয়াররা পারফরম্যান্স তো দূরের কথা তাকে ঠিকঠাক সাপোর্টও করতে পারেননি। তাই তিনি এ বিষয়ে বারবার টিম ম্যানেজমেন্ট কে জানিয়েছেন। তবে তার কথা এতদিন গ্রাহ্যই করেনি টিম ম্যানেজমেন্ট। তবে এটা এবার এত বড় আকার ধারণ করেছে যে এবার দীর্ঘ পাঁচ বছরের টিমকেই ভেঙে ফেলতে হল কেকেআর টিমকে।
এ বছরে কেকেআর টিম থেকে বাদ পড়লেন জ্যাক ক্যালিস। তিনি দীর্ঘ নয় বছর যুক্ত ছিলেন কেকেআর টিমের সাথে। এবং তার সঙ্গে বাদ পড়লেন সহকারি কোচ সায়মন কাইফ। এছাড়াও 2020 -র আইপিএলে রবিন উথাপ্পা কে টিম থেকে বাদ দেওয়া ও দীনেশ কার্তিককে ক্যাপ্টেন থেকে সরানোর পরিকল্পনা শুরু করে দিয়েছে কেকেআর টিম। আর এসব কিছু দেখার পর কেকেআর সাপোর্টাররা 2020 – র আইপিএলে কেকেআরের ভালো পারফরম্যান্স দেখবেন বলে আশা করছেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর