কয়েকদিনের ছুটিতে ঘুরে আসুন মিনি তিব্বত! মনোরম পরিবেশে পাবেন স্বর্গসুখ - Bangla Hunt

কয়েকদিনের ছুটিতে ঘুরে আসুন মিনি তিব্বত! মনোরম পরিবেশে পাবেন স্বর্গসুখ

By Bangla Hunt Desk - March 08, 2023

বৈচিত্র্যময় দেশ হলো ভারতবর্ষ। এখানে যেমন একদিকে রয়েছে উচ্চ-উচ্চ শৃঙ্গ ঠিক সেই রকমই আবার রয়েছে সমুদ্রতট। বিশ্বে যা রয়েছে তাই যেন রয়েছে ভারতে। যে কারণে ভারতকে উপমহাদেশ আখ্যা দেওয়া হয়ে থাকে। আর ভারতের এই বৈচিত্র্যময় স্থানগুলি দেখার জন্য বিশ্বের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে যান। তবে বাঙালিদের অধিকাংশকেই দার্জিলিং ডুয়ার্স ইত্যাদি পরিচিত জায়গাতেই ঘুরতে যেতে দেখা যায়। এসবের বাইরেও ধারে কাছে এমন একটি জায়গা রয়েছে যা গেলে আর ফিরে আসতে ইচ্ছে করবে না। এ হলো ‘মিনি তিব্বত’। চলুন বিস্তারিত জেনে নিন।

আরো পড়ুন- মধ্যযুগের ভারতে নারীর রূপসজ্জা

আজ আপনাদের জানাবো ছত্রিশগড় (Chhattisgarh) রাজ্যের এক সুন্দর ভ্রমণ কেন্দ্র সম্পর্কে। এই রাজ্যে অনেক দর্শনীয় স্থান রয়েছে, যেগুলি হলো চিত্রকোট জলপ্রপাত, বারনাওয়াপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য, চন্দ্রহাসিনী দেবীর মন্দির, বাম্বলেশ্বরী মন্দির, দন্তেশ্বরী মন্দির, শ্রী রাজীব লোচন মন্দির, কৈলাস কুটুমসার গুহা, ভোরামদেও মন্দির ইত্যাদি। তবে এগুলি ছাড়াও এখানে রয়েছে আরো একটি দর্শনীয় স্থান। যেটি হলো মাইনপাট (Mainpat)।

রায়পুর (Raipur) থেকে মাত্র ৩৬৫ কিমি এবং অম্বিকাপুর (Ambikapur) থেকে মাত্র ৫৫ কিমি দূরত্বে অবস্থিত মাইনপাট। এটি ছত্রিশগড় রাজ্যের সুরগুজাপুর জেলাতে (Surguja District) অবস্থিত। যা একটি পাহাড়ি গ্রাম (Hilly village)। অনেকেই এই গ্রামটিকে ‘ছত্তিশগড়ের তিব্বত’ (Mini Tibet) নামেও জানেন। গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। জায়গাটি সমুদ্র পৃষ্ট থেকে ৩৫৬০ ফুট উঁচুতে অবস্থিত। অনেকেই ছুটি কাটাতে এই স্থানে ঘুরতে আসেন। বিশেষ করে গ্রীষ্মকালে এই স্থানের আবহাওয়া আপনাকে মুগ্ধ করবে। পাহাড় আর ঘন জঙ্গলের কারণে খুব একটা গরম লাগে না এখানে।

এই অঞ্চলের আবহাওয়া মনোরম। যা আপনার মন ছুঁয়ে যাবে। শীতকালে এই স্থানে তুষারপাতও হয়ে থাকে। এই এলাকাটি বিন্ধ্য পর্বতমালার কোলে অবস্থিত। এই এলাকার বিশেষ বিষয়, উল্টো পানি বা বিসার পানি (Ulta Paani or Bishar Paani)। যা দেখলে মনে হবে মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে জল উপর দিকে উঠছে। তবে এটা একটা অপটিক্যাল ইলিউসন কাজ করে ওখানে। এবার বলি এই স্থানকে মিনি তিব্বত বলার পিছনেও একটা কারণ রয়েছে। আসলে ১৯৬২ সালে তিব্বতি উদ্বাস্তুরা এখানে এসে বসবাস শুরু করে। এখানে রয়েছে বৌদ্ধ মঠ থেকে শুরু করে বৌদ্ধ মন্দির।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর