

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে একেবারে দুর্দান্ত পারফরম্যান্স কুলদীপ যাদবের। সেই সঙ্গে বাংলাদেশে গিয়ে ভারতীয় স্পিনারদের মধ্যে সেরা পাফরম্যান্স করে নজির গড়ে ফেলেছেন তিনি। টপকে গিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং অনিল কুম্বলেকে।
আরো পড়ুন- ‘বাংলার প্রথম জনহিতৈষী সুলতান’
বাঁ-হাতি রিস্ট স্পিনার চট্টগ্রামে প্রথম টেস্টের তৃতীয় দিনে ৪০ রানে ৫ উইকেট তুলে নিয়ে গড়ে ফেলেছেন নজির। বাংলাদেশকে ১৫০ রানে অলআউট করতে ভারতকে সাহায্য করেছেন তিনি। তাঁর জন্যই ভারত ২৫৪ রানের বিশাল লিড পেয়েছে। প্রথমে ব্যাট করে, ভারত ৪০৪ রান করেছিল। কুলদীপ টেস্টে তাঁর সর্বোচ্চ স্কোরও নথিভুক্ত করেছিলেন। দ্বিতীয় দিনে তাঁর ৪০ রানের হাত ধরে ভারত ৪০০ রানের গণ্ডি টপকায়।
২২ মাসের মধ্যে তাঁর এটি ছিল প্রথম টেস্ট ম্যাচ। তিনি শেষ বার ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারতের হয়ে একটি টেস্ট খেলেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে এক ইনিংসে ৫ উইকেট লাল-বলের ক্রিকেটে তাঁর তৃতীয় পাঁচ উইকেট। এর আগে তিনি অস্ট্রেলিয়ায় এবং ভারতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ইনিংসে পাঁচ উইকেট করে নিয়েছিলেন। তবে এটি কুলদীপের ক্যারিয়ারের সেরা পরিসংখ্যানও।
রবিচন্দ্রন অশ্বিন এবং অনিল কুম্বলেকে পিছনে ফেলে বাংলাদেশের মাটিতে ভারতীয় স্পিনারদের মধ্যে সেরা পরিসংখ্যান নথিভুক্ত করেছেন। এর আগে রেকর্ডটি ছিল অশ্বিনের কাছে। তিনি ২০১৫ সালে ফতুল্লায় ৮৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন। ২০০৪ সালে বাংলাদেশের একই ভেন্যুতে কুম্বলের সেরা পরিসংখ্যান ছিল ৪/৫৫।
কুলদীপের আগে, মাত্র দুই ভারতীয় স্পিনার টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেট নিয়েছেন – অশ্বিন এবং সুনীল জোশি। বাংলাদেশের মাটিতে সামগ্রিক ভাবে ভারতীয় বোলারদের মধ্যে সেরা পরিসংখ্যান জহির খানের। ২০০৭ সালে মিরপুরে ৭/৮৭ পরিসংখ্যান ছিল তাঁর।
তৃতীয় দিন বাংলাদেশ ৮ উইকেটে ১৩৩ রানে ব্যাট করা শুরু করেছিল। সেখান থেকে তারা ১৫০ রানে অলআউট হয়ে যায়। মেহেদি হাসান মিরাজ ২৫ করে আউট হন আর এবাদত হোসেন আউট হন ১৭ করে।
এ দিকে দ্বিতীয় দিনে মহম্মদ সিরাজও দুরন্ত ছন্দে ২০ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। কুলদীপ এর পরে বৃহস্পতিবার শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নুরুল হাসান এবং তাইজুল হাসানের উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে বড় ধাক্কা দেন। আর তৃতীয় দিন এবাদত হোসেনের উইকেট তুলে নিয়ে গড়ে ফেলেন নতুন নজির।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স