২০২২-এর IPL থেকে কেএল রাহুল এবং রশিদ খানকে ব্যান করতে পারে BCCI: রিপোর্ট - Bangla Hunt

২০২২-এর IPL থেকে কেএল রাহুল এবং রশিদ খানকে ব্যান করতে পারে BCCI: রিপোর্ট

By Bangla Hunt Desk - December 01, 2021

মুম্বইঃ ২০২২ আইপিএল মরশুমে বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন কেএল রাহুল এবং রশিদ খান। য়তো ২০২২ আইপিএলে নাও খেলতে পারেন এই দুই তারকা ক্রিকেটার। ইনসাইড স্পোর্টসের খবর অনুযায়ী, আইপিএল ২০২২ মরশুমে ব্যান করা হতে পারে কেএল রাহুল ও রশিদকে।

জানা গিয়েছে, ২০২২ আইপিএলের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ-এর সঙ্গে বছরে প্রায় ২০ কোটির বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছেন রাহুল। যেখানে গত বছর তিনি পাঞ্জাব কিংসকে নেতৃত্ব দিয়ে প্রায় ১১ কোটি পেয়েছিলেন। অন্যদিকে লখনউ-এর সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের রশিদ খানেরও চুক্তির গুঞ্জন উঠেছে। এই নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। লখনউ-এর বিরুদ্ধে বিসিসিআই-এর কাছে অভিযোগ জানিয়েছে পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ। সূত্রের খবর, এই দুই খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে বিসিসিআই। পাশাপাশি আইপিএলের এক মরশুমের জন্য ওদের ব্যান করাও হতে পারে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর