১৩ বছর পর রঞ্জি ট্রফি ফাইনালে বাংলা! বাংলার কাছে হার কর্নাটকের - Bangla Hunt

১৩ বছর পর রঞ্জি ট্রফি ফাইনালে বাংলা! বাংলার কাছে হার কর্নাটকের

By Bangla Hunt Desk - March 03, 2020

১৩ বছর পর রঞ্জি ট্রফির ফাইনালে উঠলো বাংলা। জানিয়ে বাঙালি প্লেয়ারদের মধ্যে পুনরায় উৎসাহ-উন্মাদনা দেখা যাচ্ছে।২০১৯-২০ রঞ্জি ট্রফির কর্ণাটক বনাম বাংলা দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি হয় কলকাতার ইডেন গার্ডেনে। ম্যাচে কর্ণাটক জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়।

বাংলা প্রথম ইনিংসে ৯২ ওভার খেলে ১০ উইকেট হারিয়ে ৩১২ রান করে। জবাবে কর্ণাটক ব্যাট করতে গিয়ে ১২২ রানেই ১০ উইকেট হারিয়ে গুটিয়ে পরে। প্রথম ইনিংসে বাংলার হয়ে সর্বোচ্চ ১৪৯ রান করেন অনুষ্টব মজুমদার। তার এই ইনিংসে রয়েছে ২১ টি চার ও ৩ টি ছয়। প্রথম ইনিংসে বাংলার বোলারদের সামনে দাঁড়িয়ে উঠতে পারেনি কর্নাটকের ব্যাটসম্যানরা।ঈশান পরেল ৫ উইকেট , আকাশ দীপ ৩ ও মুকেশ কুমার ২ উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে বাংলা ১০ উইকেট হারিয়ে ১৬১ রান করে। ফলে ম্যাচটির জেতার জন্য কর্নাটকের প্রয়োজন হয় ৩৫১ রানের। কর্ণাটক ৩৫১ রান চেঞ্জ করতে গিয়ে ১৭৭ রানে অলআউট পড়ে যায়। যার ফলে বাংলা ১৭৪ রানে ম্যাচটি জিতে যায়।

দ্বিতীয় ইনিংসে বাংলার সুদীপ চ্যাটার্জি ও অনুষ্টব মজুমদার ৪৫ ও ৪১ করে। সর্বোচ্চ ছয় উইকেট নেয় মুকেশ কুমার। ম্যাচসেরা নির্বাচিত হয় অনুষ্টব মজুমদার। বাংলার প্রাক্তন ক্রিকেটাররা খুবই খুশি তারা বর্তমান ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন এবং ফাইনাল ম্যাচের জন্য শুভকামনা জানিয়েছেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর