‘খড়কুটো’র (Khorkuto) গুনগুন, ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoi) এর উর্মি, ভাগ্যটা মোটামুটি দুজনেরই এক। দুজনের বরের পেছনেই কার্যত ছিনে জোঁকের মতো লেগে রয়েছে সতীন কাঁটা। তবে সতীনের সঙ্গে মোকাবিলা করার পন্থাটা কিন্তু দুজনের ক্ষেত্রেই আলাদা। একদিকে রয়েছে গুনগুন, যে কিনা তিন্নির জ্বালায় অতিষ্ঠ হয়ে কেঁদে ভাসায়। তবে উর্মি ভেঙে পড়ার পাত্রী নয়। সতীনকে দেখলেই সে ব্যাট হাতে তাড়া করে তাকে বাড়িছাড়া করে। দর্শকের পছন্দে কিন্তু উর্মিই সেরা!
দর্শকের যে উর্মির স্টাইলটাই বেশ পছন্দ হয়েছে তা টিআরপি তালিকাতে চোখ রাখলেই বেশ বোঝা যায়। কারণ বিগত ২ সপ্তাহ যাবত ‘এই পথ যদি না শেষ হয়’ এর টিআরপি চড়ছে। তুলনায় ক্রমাগত পিছিয়ে পড়ছে খড়কুটো। আসলে সতীনের জ্বালায় অতিষ্ঠ গুনগুনের কান্নাকাটি ক্রমে অসহ্য ঠেকছে দর্শকের বিচারে। তুলনায় উর্মির ‘রণং দেহি’ ভাবটাই দর্শকের বেশি পছন্দের।
এমনিতে উর্মির সঙ্গে গুনগুনের কিন্তু অনেক মিল। দুজনেই অবুঝ তবে প্রাণোচ্ছল, সরল মনের মানুষ এবং শ্বশুরবাড়ির ভীষণ প্রিয়। আবার দুজনেই ধনী বাবার আদরের দুলালী। পরিস্থিতির চাপে পড়ে দুজনেরই বিয়ে হয়েছে মধ্যবিত্ত পরিবারে। সেই নিয়ে এগোচ্ছে গল্প। আবার দুজনেরই জীবনে রয়েছে সতীনের উপস্থিতি। তবে সতীনকে মোকাবিলা করার নিরিখে গুনগুনকে ছাপিয়ে গিয়েছে উর্মি।
কারণ তিন্নির কাছে যেন ক্রমশ হাল ছেড়ে দিচ্ছে গুনগুন। সৌজন্যকে দূরে সরিয়ে দিচ্ছে। মান-অভিমান করে তিন্নির কাছে সৌজন্যকে ঠেলে দিতে চাইছে। আর উর্মি? ঠিক তার উল্টো। টুকাইয়ের ধারেপাশেও যদি সে রিনিকে দেখে, তাহলেই তেলেবেগুনে জ্বলে ওঠে। কখনও ব্যাট হাতে নিয়ে, কখনও আবার ঝাঁটা হাতে নিয়ে তেড়ে গিয়ে তাকে বাড়িছাড়া করে! তাই দর্শকের নজরে উর্মি হলো বেস্ট।
সম্প্রতি এই মর্মে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি মিম। সেখানে এই দুই নায়িকাকেই পাশাপাশি তুলে ধরে তাদের তুলনা করা হচ্ছে। এক জায়গায় দেখা যাচ্ছে সৌজন্যের মুখের উপর দরজা দিয়ে ঘরে বসে কাঁদছে গুনগুন। আর অন্যদিকে ব্যাট হাতে নিয়ে রিনিকে তারা করেছে উর্মি! দর্শকের দাবি, “বরের সাথে অন্য মেয়ে দেখলে গুনগুন নয়, উর্মি হও”! দর্শকরা স্পষ্টত নিজের রায় জানিয়ে লিখছেন, “উর্মি বেস্ট”।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!