সাতটি Ballon D’Or নিয়ে ফটোসেশনে ব্যস্ত ফুটবলের রাজপুত্র মেসি - Bangla Hunt

সাতটি Ballon d’Or নিয়ে ফটোসেশনে ব্যস্ত ফুটবলের রাজপুত্র মেসি

By Bangla Hunt Desk - December 05, 2021

সদ্য কেরিয়ারের অন্যতম সর্বোচ্চ সম্মান পেয়েছেন লিওনেল মেসি| সকলকে কয়েক যোজন দূরে সরিয়ে সাত নম্বর ব্যালন ডি অঁর জিতেছেন এল এম টেন| বিতর্ক থাকলেও, পুরষ্কার তো পুরষ্কারই| আর তা প্রদর্শন না করলে কী চলে| কয়েকদিনই হয়েছে তিনি বিযালন ডি অঁর জিতেছেন| সাতটা ব্যালন ডি অঁর ( Ballon d’Or) নিয়ে ফটোসেশনে ব্যস্ত এল এম টেন|

এবারের ব্যালন ডি অঁর নিয়ে বিতর্কের বন্যা বয়ে গিয়েছে| ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রথম পাঁচা না থাকার পর থেকেই যা শুরু| আর ব্যালন ডি অঁরের মঞ্চে লেওয়ানডস্কিকে না দিয়ে মেসির হাতে যখন ব্যালন ডি অঁর পুরষ্কার উঠল, তখন বিতর্ক আর দেখে কে|

প্রাক্তন ফুটবলারদের পাশাপাশি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন এই পুরষ্কার নিয়ে| যদিও মেসি অবশ্য এসব নিয়ে চিন্তিত নন| বিতর্ক যাই থাকুক না কেন ফুটবল বিশ্বে তাঁর ক্যাবিনেটেই তো সর্বোচ্চ ব্যালন ডি অঁর রয়েছে| তাই তার প্রদর্শন করাটাও স্বাভাবিকই|

সেইসঙ্গে নিন্দুক এবং সমালোচকদেরও হয়ত আরও একটু রাগিয়ে দেওয়ার জন্যই এই প্রচেষ্টা| সাতটা ব্যালন ডি অঁর নিজের সামনে রেখে ফটোসেশন চালিয়ে যাচ্ছেন এল এম টেন|

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর