আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত তথা পলাতক ললিত মোদীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন সুস্মিতা সেন! হ্যাঁ ঠিকই পরেছেন। কাশ্মীরের প্রেমিক রোহমানকে ছেড়ে এবার ললিতে মজেছেন সুস্মিতা সেন। অন্যদিকে সুন্দরী সুস্মিতার প্রেমে হাবুডুবু অবস্থা ললিতেরও। আর তাইতো মালদ্বীপে নীল সমুদ্রের প্রেমের নৌকা ভাসিয়ে ললিত প্রকাশ্যে জানালেন, তার জীবনে সুস্মিতা এসেছেন। আর দুর্নীতির দায়ে বহিষ্কৃত ক্রিকেটকর্তার সঙ্গে বঙ্গতনয়ার অন্তরঙ্গ ছবি দেখে কার্যত স্তম্ভিত নেটপাড়া! এই প্রেম নিয়ে একটা শব্দও এখনও পর্যন্ত খরচ করেননি প্রাক্তন মিস ইউনিভার্স তবে সোশ্যাল মিডিয়ায় হইচই।
টুইটারে সুস্মিতার সঙ্গে ‘বিয়ে’র ঘোষণা সারেন ললিত মোদী। পর মুহূর্তেই ভুল শুধরে জানান, বিয়েটা হয়নি তবে হবে। আপতত প্রেম করছেন তাঁরা। মলদ্বীপে কোয়ালিটি টাইম কাটিয়েছেন, সেই ছবিও পোস্ট করেন ললিত মোদী।
আরো পড়ুন- বিদ্যুৎ ছাড়াই টাটকা থাকবে দুধ, দই, সব্জি, মাটি দিয়ে ফ্রিজ বানিয়ে তাক লাগালেন ৭০-এর বৃদ্ধা
প্রাক্তন আইপিএল কমিটির চেয়ারম্যানের সঙ্গে সুস্মিতা সেনের পরিচয় দীর্ঘদিনের। এদিন সুস্মিতার সঙ্গে পুরোনো দিনের ছবি পোস্ট করেন ললিত মোদী। এদিন সুস্মিতার সঙ্গে প্রেমের খবর ফাঁস করতেই টুইটারে ট্রেন্ডিং-এ অভিনেত্রী। বঙ্গতনয়াকে শুনতে হচ্ছে কটূ কথা, মিমে ছেয়ে গিয়েছে টুইটার।
আইপিএল কেলেঙ্কারিতে নাম জড়ানো ললিত মোদী কোন জাদু বলে সুস্মিতা সেনের মন জিতে নিলেন তা নিয়ে প্রবল চর্চা। কেউ কেউ তো সাফ জানাচ্ছেন, ‘টাকা দিয়ে সব জেতা যায়’। টাকার লোভেই নাকি প্রাক্তন মিস ইউনিভার্স প্রেম করছেন ললিত মোদীর সঙ্গে, দাবি টুইটারের একাংশের।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একগুচ্ছ মিম। কটাক্ষের মুখে সুস্মিতা।
বছর খানেক ধরেই দেশ থেকে ফেরার ললিত মোদী। বৃহস্পতিবার রাতে টুইটারে ললিত মোদী লেখেন, ‘লন্ডনে ফিরলাম পরিবারের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটিয়ে, আর বেটারহাফ সুস্মিতাকে নিয়ে নতুন করে কী বলব…নতুন শুরু, নতুন পরিবার… স্বপ্নের দেশে আছি’।
পরে নিজের ছোট্ট ভুল শুধরে ললিত মোদী লেখেন, ‘জানিয়ে রাখি যে আমরা এখনও বিবাহিত নই- পরস্পরকে ডেট করছি, তবে বিয়েটাও একদিন হবে নিশ্চিত’।
১৯৯০ সালের অক্টোবরে মিনাল মোদীকে বিয়ে করেছিলেন ললিত। ২০১৮ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান মিনাল। সুস্মিতার সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল মিনালের। তিন সন্তান রয়েছে মিনাল ও ললিতের।
ব্যক্তিগত জীবন নিয়েও বরাবর খোলামেলা সুস্মিতা সেন। প্রেম করলেও অকপটে স্বীকার করে নেন, সম্পর্ক ভাঙলেও তা শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। যদিও ললিত মোদীর সঙ্গে সম্পর্ক নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি প্রাক্তন মিস ইউনিভার্স। গত বছর ডিসেম্বরেই প্রেমিক রোমান শালের সঙ্গে তিন বছরের প্রেম সম্পর্কে ইতি টেনেছেন সুস্মিতা। বয়সে সুস্মিতার চেয়ে অনেকটাই ছোট ছিলেন রোমান। অন্যদিকে ললিতের সঙ্গে সুস্মিতার বয়সের পার্থক্য প্রায় ১০ বছরের!
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!