পুত্র সন্তানের বাবা হলো ক্রিকেটার ঋদ্ধিমান সাহা! - Bangla Hunt

পুত্র সন্তানের বাবা হলো ক্রিকেটার ঋদ্ধিমান সাহা!

By Bangla Hunt Desk - March 07, 2020

শুক্রবার ক্রিকেটার ঋদ্ধিমান সাহা টুইটারে টুইটের মাধ্যমে বাবা হওয়ার খবরটি সোশ্যাল মিডিয়ায় জানায়।সঙ্গে একটি ছবি পোস্ট করে যেখানে দেখা যাচ্ছে তার সদ্যজাত সন্তানকে হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন আর পাশে বেডে শুয়ে আছে তার স্ত্রী।

ঋদ্ধিমান সাহার স্ত্রীর নাম রোমি সাহা । তাদের আগের একটি কন্যা সন্তান রয়েছে। সেই কন্যা সন্তানের নাম আনভি । ঋদ্ধিমান সাহা দুইটা লেখেন,”আমাদের আনন্দের ছোট্ট সদস্য এসেছে! আমি, রোমি এবং বড় বোন আনভি আমাদের ছোট বাচ্চা ছেলেটিকে এই পৃথিবীতে স্বাগত জানিয়ে খুশি।”

সোশ্যাল মিডিয়ায় তার এই পোস্ট করার পরেই তার ভক্তরা তাকে অভিনন্দন জানায়। এরই মাঝে রঞ্জি ট্রফি ফাইনাল খেলার জন্য রওনা পৌঁছে গেছেন ঋদ্ধিমান সাহা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর