নির্ধারিত সময়েই হবে টি-20 বিশ্বকাপ, জানাল আইসিসি - Bangla Hunt

নির্ধারিত সময়েই হবে টি-20 বিশ্বকাপ, জানাল আইসিসি

By Bangla Hunt Desk - March 18, 2020

বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে করোনাকে মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় একের পর এক ক্রিয়া প্রতিযোগিতা স্থগিত হয়ে যাচ্ছে। আইপিএল পিছিয়ে দিতে বাধ্য হয়েছে বিসিসিআই। কোপা আমেরিকা, ইউরোকাপ এক বছরের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। তবে আপাতত আশার আলো দেখালো ICC। ক্রিকেট অস্ট্রেলিয়ার সুরে সুর মিলিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ICC জানিয়েছে নির্ধারিত কর্মসূচি মেনেই অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে।

তবে করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে যে সংকট দেখা দিয়েছে তার ওপর নজর রাখছে বলে জানিয়েছে আইসিসি। এবছর ১৮ই অক্টোবর থেকে ১৫ই নভেম্বর পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসার কথা অস্ট্রেলিয়ায়। তবে করোনা ভাইরাসের সংক্রমনের জেরে প্রতিযোগিতায় পিছিয়ে যেতে পারে বলে শোনা যাচ্ছিল। কিন্তু সেই আশঙ্কায় জল ঢেলে দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জানিয়েছে আমরা আশাবাদী কয়েক মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। নতুন করে ক্রিয়া প্রতিযোগিতা শুরু করতে কোন সমস্যা হবে না। তিনি আরো বলেছেন করোনাভাইরাস নিয়ে মন্তব্য করার মতো বিশেষজ্ঞ আমরা নই। তবে আশা করতে পারি টি-টোয়েন্টি বিশ্বকাপের উপর এর কোন প্রভাব পড়বেনা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর