দ্বিতীয় টেস্টেও নিউজিল্যান্ডের কাছে হার ভারতীয় ক্রিকেট টিমের! - Bangla Hunt

দ্বিতীয় টেস্টেও নিউজিল্যান্ডের কাছে হার ভারতীয় ক্রিকেট টিমের!

By Bangla Hunt Desk - March 02, 2020

ক্রাইস্টচার্চে মাঠে নিউজিল্যান্ডের কাছে হার ভারতের।দ্বিতীয় টেস্ট ম্যাচেও নিউজিল্যান্ডকে হারাতে পারলো না ভারত, ধরাশায়ী হলো নিউজিল্যান্ডের কাছে। ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৬৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৪২ রানের টার্গেট দেয় । জবাবে নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে ৭৩ ওভার ১ বলে ১০ উইকেট হারিয়ে ২৩৫ রান করে।

ভারতের হয়ে প্রথম ইনিংসে পৃথ্বীশ সাউ ৫৫, পুজারা ৫৪ এবং হনুমান বিহারী ৫৫ রান করেন, বোলারদের মধ্যে সর্বোচ্চ মোহাম্মদ সামি ৪ এবং ভোমরা ৩ উইকেট নেয়।

প্রথম ইনিংসটা ভারতের ভালো গেলেও দ্বিতীয় ইনিংসটি ভারতের মোটেও ভালো যায়নি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত ৪৬ ওভারে ১০ উইকেট হারিয়ে মাত্র ১২৪ রান করে।যার ফলে নিউজিল্যান্ডের জেতার জন্য প্রয়োজন মাত্র ১৩২ রানের।নিউজিল্যান্ড ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে নেয় এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটি জিতে নেয়। নিউজিল্যান্ডের হয়ে লাথাম ও টম ৫২ ও ৫৫ রান করে।

দ্বিতীয় ইনিংসে বোলাররা ভালো প্রদর্শন করলেও ব্যাটসম্যানদের প্রদর্শন ছিল খুবই খারাপ। ব্যাটিং সেভাবে জমেই উঠতে পারেনি ক্যাপ্টেন বিরাট কোহলি। ৩০ বলে মাত্র ১৪ রান করে মাঠ থেকে ফিরতে বিরাট কোহলিকে। ভারতের দুই ওপেনার পৃথ্বীশ সাউ ও মায়াঙ্ক আগারওয়ালও ব্যর্থ হয়। নিউজিল্যান্ডের দুরন্ত বোলারদের কাছে ভারতের ব্যাটিং অর্ডার দূর্মুস ভেঙে পড়ে।

myimage

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর