করোনার জেরে আইপিএল কবে হবে, তার নিশ্চয়তা দিতে পারছে না BCCI - Bangla Hunt

করোনার জেরে আইপিএল কবে হবে, তার নিশ্চয়তা দিতে পারছে না BCCI

By Bangla Hunt Desk - April 13, 2020

করোনা আতঙ্কের জেরে আইপিএল কবে হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধক্ষ্য অরুণ ধুমল জানিয়েছেন আইপিএল নিয়ে এখনই কোন মন্তব্য করা ঠিক হবে না। ভবিষ্যতে পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। লকডাউন কতদিন চলবে সে সম্পর্কে নিশ্চিত খবর নেই। সরকারি তরফে স্পষ্ট কোনো নির্দেশ না পাওয়া পর্যন্ত আমাদের পক্ষে আইপিএল নিয়ে আলোচনায় বসাও সম্ভব নয়।

অন্যদিকে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সোমবারই বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠকের পর জানান আইপিএল নিয়ে এই মুহূর্তে কোন আপডেট দিতে পারবেন না তিনি। তিনি জানান এই মুহূর্তে তড়িঘড়ি আইপিএল আয়োজন এর বিষয়ে তিনি আশাবাদী নন। সুতরাং আইপিএল কবে হবে এই বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েই গেল।

সূত্রের খবর লকডাউন উঠলেই যে অবিলম্বে আইপিএল আয়োজন করার যাবে তার কোন সম্ভাবনা নেই। আর এই পরিস্থিতিতে বোর্ড চাইলেও আইপিএল আয়োজন করতে পারবেনা। তার জন্য বাকি বোর্ডগুলোর সম্মতি প্রয়োজন। লকডাউন উঠলেই যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এমনটা নয়। এছাড়াও দেশের বিভিন্ন অংশ করোনা হসস্টপ হিসেবে চিহ্নিত রয়েছে। সর্বশেষ ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টিও দেখতে হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর