Russia-Ukraine War: রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিন, না হলে রাষ্ট্রপুঞ্জই তুলে দিন? নিরাপত্তা পরিষদে প্রশ্ন জেলেনস্কির - Bangla Hunt

Russia-Ukraine War: রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিন, না হলে রাষ্ট্রপুঞ্জই তুলে দিন? নিরাপত্তা পরিষদে প্রশ্ন জেলেনস্কির

By Bangla Hunt Desk - April 06, 2022

ইউক্রেনে রুশ সেনা আগ্রাসনের (Russia-Ukraine War) ৪২ দিনেও আন্তর্জাতিক মহল ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় হতাশাও প্রকাশ করেন ইউক্রেন প্রেসিডেন্ট। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘‘আপনারা কি রাষ্ট্রপুঞ্জ তুলে দিতে চান? সমস্ত আন্তর্জাতিক আইন কি উঠে যাবে?’’

আরো পড়ুন- বাংলাদেশের ঔষধ ক্রয় বিক্রয় নিষিদ্ধ! রাজ্যের সরকারি হাসপাতালে মিলছে এই ঔষধ! তুঙ্গে বির্তক

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভার্চুয়াল বক্তৃতায় হানাদার রুশ ফৌজের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘‘শুধুমাত্র ফুর্তির জন্য রুশ সেনা ইউক্রেন জুড়ে হত্যালীলা চালাচ্ছে!’’ নিরাপত্তা পরিষদের রাশিয়ার সদস্য পদ বাতিলের আহ্বান তিনি।

নিরাপত্তা পরিষদকে পাশে দাঁড়ানোর অনুরোধ করে জেলেনস্কি বলেছেন, ‘‘আপনারা সক্রিয় হোন, না হলে সকলকেই এমন পরিস্থিতির শিকার হতে হবে।’’

মানবতার এই সঙ্কটে আন্তর্জাতিক মহলকে ইউক্রেনবাসীর পাশে দাঁড়ানোর অনুরোধ করে জেলেনস্কি বলেছেন, ‘‘আপনারা সক্রিয় হোন, না হলে সকলকেই এমন পরিস্থিতির শিকার হতে হবে।’’ জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের মহিলাদের উপর দখলদার রুশ বাহিনীর নৃশংস অত্যাচারের ভিডিয়ো দেখে তিনি শিউরে উঠেছেন।

বুচায় রুশ বাহিনীর নরসংহারের সঙ্গে পশ্চিম এশিয়ায় আইএস জঙ্গিগোষ্ঠীর নৃশংসতার সঙ্গে তুলনা করেছেন জেলেনস্কি। রাষ্ট্রপুঞ্জ থেকে রাশিয়াকে বহিষ্কারের আর্জি জানিয়ে বলেছেন, ‘‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এ বার নিরাপত্তা পরিষদের সক্রিয় হওয়া উচিত।’’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর