No Vote To Babul-এর পালটা "আরবান নক্সাল", বলে বামেদের কটাক্ষ বাবুলের - Bangla Hunt

No Vote to Babul-এর পালটা “আরবান নক্সাল”, বলে বামেদের কটাক্ষ বাবুলের

By Bangla Hunt Desk - April 05, 2022

বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) প্রার্থী নিয়ে একযোগে আক্রমণ শানাচ্ছেন বিরোধীরা। BJP -র নেতা-মন্ত্রীরা বাবুলের বিরুদ্ধে কটাক্ষ তো করছেনই। CPIM -এর তরফেও আক্রমণ শানানো হয়েছে তৃণমূল প্রার্থীকে। এমনকী #NoVoteToBabul Campaign শুরু হয়েছে। ফেসবুকে প্রচারও চালিয়েছেন অনেকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বাবুল সুপ্রিয়।

১২ এপ্রিল বালিগঞ্জে উপনির্বাচন। দক্ষিণ কলকাতার ওই বিধানসভা কেন্দ্রের হাইভোল্টেজ তৃণমূল প্রার্থী Babul Supriyo। ওই কেন্দ্র দখলের লড়াইকে পাখির চোখ করে এগোচ্ছেন তিনি। বিজেপি ছেড়ে আসা বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে #NoVoteToBabul ক্যাম্পেইন শুরু করেছে সিপিএম।

এবার মৌনতা ভাঙলেন বাবুল সুপ্রিয়। মঙ্গলবার তিনি বলেন, “১০-১২ জন লোক ‘নো ভোট’ প্রচার করেছিল। এঁরা ‘আরবান নক্সাল’। ১৬ তারিখ দেখবেন কী হয়। অতীতে পার্টির লাইন মেনে অতীতে CAA-NRC-ও বলতে হয়েছে।”

এদিকে বাবুলকে প্রবল কটাক্ষ করছে BJP-ও। পদ্ম শিবির ছাড়া প্রসঙ্গে বাবুর বলেন, “দিদির সঙ্গে ঝালমুড়ি খেয়েছিলাম বলে অনেক কথা শুনতে হয়েছিল। BJP-র জন্য বাংলায় কী কাজ করেছি সবাই জানে। টালিগঞ্জ জিততে পারব না জেনেই ভোটে লড়াই করেছি বিজেপির লোকরা আমাকে হারাতে নেমেছিল। মন্ত্রী থেকে সরিয়ে দেওয়ার পর বিদ্রোহ করে পদ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছি।”

সরাসরি শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানিয়েছেন বাবুল। তাঁর কথায়, “শুভেন্দু অধিকারী বিধায়কদের ভয় দেখাচ্ছেন। এখন আমার বিরুদ্ধে ED এবং CBI লাগানোর চেষ্টা করছেন। উনি অমিত শাহর হাতে পায়ে পড়েছেন আমার বিরুদ্ধে CBI, ED লাগানোর জন্য। ওঁর বন্ধুরাই বলছেন। আমি শুনছি। যা রটে কিছু তো ঘটে। নারদায় শুভেন্দু অধিকারী নাম আছে কিন্তু কিছু করা হয়নি। আমি রোজভ্যালিতে তিনটে ছবি করেছি। সারদার অনুষ্ঠানে গিয়েছি।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর