Abhishek Banerjee: বালিগঞ্জে বাবুল সুপ্রিয়র সর্মথনে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় - Bangla Hunt

Abhishek Banerjee: বালিগঞ্জে বাবুল সুপ্রিয়র সর্মথনে রোড শো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

By Bangla Hunt Desk - April 04, 2022

বাংলাহান্ট ডেস্কঃ উপনির্বাচনের প্রচারে নামছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৭ এপ্রিল বালিগঞ্জবালিগঞ্জে বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র সর্মথনে নির্বাচনী প্রচার করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। পরের সপ্তাহে আসানসোলে তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচার করতে পারেন অভিষেক। যদিও তার দিনক্ষণ এখনও পর্যন্ত স্থির হয়নি।

আরো পড়ুন- আফগানিস্তানে আফিম-সহ সমস্ত ধরনের মাদকের চাষ নিষিদ্ধ করলো তালিবান

তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ৭ এপ্রিল, বৃহস্পতিবার বালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র সমর্থনে বালিগঞ্জ ফাঁড়ি থেকে মল্লিকবাজার পর্যন্ত রোড শো করবেন অভিষেক। দীর্ঘ সময়ের ব্যবধানে কলকাতায় তৃণমূলের কোনও কর্মসূচিতে যোগ দেবেন ডায়মন্ডহারবারের সাংসদ। কলকাতার তৃণমূল বিধায়কদের পাশাপাশি দলের শীর্ষ নেতারাও পদযাত্রার পা মেলাতে পারেন বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর বিজেপি ছেড়েছিলেন বাবুল সুপ্রিয়। সেই সঙ্গে ছাড়েন সাংসদ পদও এবং যোগ দেন তৃণমূল কংগ্রেসে। জোড়াফুল শিবিরের যোগ দেওয়ার পর তৃণমূলের প্রথম একাদশে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেন বাবুল। যদিও তাঁকে কোনও বড় পদে বসায়নি তৃণমূল। রাজ্যসভার সাংসদও করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল বাবুল সুপ্রিয়র ভবিষ্যত নিয়ে।

সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের কারণে, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। তার পরই একই সঙ্গে জোড়া চমক দেন তৃণমূল সুপ্রিমো। বালিগঞ্জে তৃণমূল টিকিট দেয় বাবুল সুপ্রিয়কে। আসানসোলে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় শত্রুঘ্ন সিনহার।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর