রেললাইন পার হতে গিয়ে মাল গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির - Bangla Hunt

রেললাইন পার হতে গিয়ে মাল গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির

By Bangla Hunt Desk - March 29, 2022

মালদাঃ- রেললাইন পার হতে গিয়ে মাল গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মালদা শহরের মালঞ্চপল্লী রেল গেটের কাছে। এই ঘটনার পর রেল পুলিশের কর্মীরা এসে ওই ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিনয় সাহা (৫০)। তার বাড়ি মালঞ্চ পল্লী এলাকায়। রেললাইন ধরেই বাজার করতে যাচ্ছিলেন ওই ব্যক্তি। কিন্তু সেই সময় পিছন থেকে একটি মাল গাড়ি ধাক্কা মারে তাকে । আর তাতেই মৃত্যু হয় ওই ব্যক্তির। তবে এটা দুর্ঘটনা না আত্মহত্যা সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর