সিপিএম রাজ্য সম্পাদক হওয়ার পর প্রথমবার বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন সেলিম - Bangla Hunt

সিপিএম রাজ্য সম্পাদক হওয়ার পর প্রথমবার বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন সেলিম

By Bangla Hunt Desk - March 28, 2022

বাংলাহান্ট ডেস্কঃ সিপিএম রাজ্য সম্পাদক হওয়ার পর প্রথমবার বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন সেলিম। রবিবার সন্ধেয় দলের সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিট থেকে সেখানে যান সেলিম। প্রায় ঘণ্টাখানেক পাম এভিনিউতে বুদ্ধবাবুর বাড়িতে ছিলেন তিনি। সন্ধ্যে ৭টা নাগাদ সেখানে পৌঁছন তিনি। তবে বাড়ি থেকে বেরোনোর সময় সাংবাদিকদের এই সাক্ষাৎ সম্পর্কে বিশেষ কিছু বলেননি তিনি।

আরো পড়ুন- ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলে বিজেপিকে সমর্থন করার ‘শাস্তি’ প্রাণ গেল মুসলিম যুবকের

পরে অবশ্য সেলিম জানান, কাউকে জানিয়ে যাইনি। প্রায়ই দেখা করতে যাই। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সিপিএমের অন্দরে বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত সেলিম। সেকারণেই রাজ্য সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর যাবেন, এটাই স্বাভাবিক। ১৭ মার্চ সিপিএমের রাজ্য সম্মেলনের শেষ দিন দলের রাজ্য সম্পাদক মনোনীত হন মহম্মদ সেলিম। ঠিক তার ১০ দিনের মাথায় আজ, রবিবার বুদ্ধবাবুর বাড়িতে গেলেন তিনি।

১৯৬৪ সালে কমিউনিস্ট পার্টি ভাগ হওয়ার পর সিপিএমের রাজ্য সম্পাদক পদে কোনও মুসলিম নেতার স্থান হয়নি এতদিন। তা নিয়ে দলের ভিতরে এবং বাইরে অনেক বিতর্কও হয়েছে টানা কয়েক দশক ধরে। তার জন্য সিপিএমকে কোনও কোনও মহল থেকে বর্ণ হিন্দুর পার্টি বলেও কটাক্ষ হজম করতে হয়েছে বিভিন্ন সময়ে। এবার রাজ্য সম্পাদক পদের দৌড়ে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্যও।

রাজ্য নেতৃত্বের একটা বড় অংশ শ্রীদীপের পক্ষে ছিল। তবে, সেলিমের পক্ষেও সমর্থন খুব একটা কম ছিল না। দলের অন্দরের খবর সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাতের মতো কেন্দ্রীয় নেতাদের সমর্থন ছিল সেলিমের দিকেই। বিদায়ী রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সেলিমের হয়ে জোরালো সওয়াল করেন। শমীক লাহিড়ী, কল্লোল মজুমদারের মতো তরুণ নেতারা সেলিমের হয়ে রাজ্য সম্মেলনে ব্যাট করেন।

প্রসঙ্গত, সিপিএমের অভ্যন্তরীণ রাজনীতিতে বুদ্ধবাবুর কাছের মানুষ বলেই পরিচিত সেলিম। তাই রাজ্য সম্পাদক পদে দলের দায়িত্ব নেওয়ার পর তাঁর বুদ্ধদেববাবুর কাছে যাওয়াটাই স্বাভাবিক বলে মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। কারণ, সেলিম দায়িত্ব পাওয়ার পর থেকে রাজ্য রাজনীতিতে একের পর এক ঘটনা ঘটে চলেছে। ফলে কখনও হাওড়ার আমতায় নিহত ছাত্রনেতা আনিস খানের বাড়িতে যেতে হয়েছে তাঁকে। কখনও আবার ছুটে যেতে হয়েছে বীরভূমের রামপুরহাটে ঘটে যাওয়া গণহত্যার ঘটনাস্থলে। তাই রবিবার সন্ধ্যায় একটু সময় পেতেই সেলিম গেলেন বুদ্ধদেবের বাড়িতে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর