প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা! সাধারণ মানুষের অভিযোগ শুনতে 'দিদিকে বলো'র' মতো আলাদা নতুন প্রকল্প রাজ্যে - Bangla Hunt

প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা! সাধারণ মানুষের অভিযোগ শুনতে ‘দিদিকে বলো’র’ মতো আলাদা নতুন প্রকল্প রাজ্যে

By Bangla Hunt Desk - March 27, 2022

বাংলাহান্ট ডেস্কঃ গত লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর নিয়ে এসেছিলেন ‘দিদিকে বলো’ কর্মসূচি। তাতে ব্যাপক সাড়া মিলেছিল। তার পর একুশের নির্বাচনে বিরাট জয়ের পর বছর ঘুরতে না ঘুরতেই একাধিক ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে। পুলিশ-প্রশাসনের উপর ভরসা রাখতে পারছেন না সাধারণ মানুষ। বগটুই কাণ্ডে মুখ পুড়েছে শাসকদল তৃণমূলের। এই অবস্থায় সাধারণ মানুষের অভিযোগ শুনতে ফের ‘দিদিকে বলো’র মতো কর্মসূচি আনার ঘোষণা মুখ্যমন্ত্রীর।

সম্প্রতি রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রামে ঘটে গিয়েছে নৃশংস ঘটনা। সেখানকার উপপ্রধান খুনের পর রাতভর গ্রামের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৮ জন পুড়ে খুন হন। রবিবার শিলিগুড়িতে সেই ঘটনার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জনতার উদ্দেশে বলেন, ”যা ঘটেছে, তা নির্মম, নিন্দনীয়। আপনারা এলাকার উপর নজর রাখুন, কোনও গন্ডগোল দেখলে সরাসরি আমাকে জানাবেন। এর আগে ‘দিদিকে বলো’ প্রকল্পে আমি অনেক অভিযোগ পেয়েছি, সমাধান করারও চেষ্টা করেছি। এবারও তেমন একটা প্রকল্প চালু করব, নাম এখনও ভাবিনি। কেউ কোনও কাজ না করলেও অভিযোগ জানান। আপনাদের পরিচিতদের কাছে ছবি আর বার্তা পাঠিয়ে দিন। আমি ঠিক পেয়ে যাব।”

তিনি আরও জানান, কারও তথ্যের ভিত্তিতে অন্যায় দমন করে দুষ্কৃতী ধরা পড়লে তাঁকে পুরস্কৃতও করা হবে। আগামী ২ মাসের মধ্যে এই নতুন প্রকল্প চালু করার কথা, নাম এবং কার্যপদ্ধতি ঠিক হলেই কাজ শুরু হয়ে যাবে। ‘দিদিকে বলো’ প্রকল্পের সাফল্য দেখে রাজ্যে আরও দুটি প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী – ‘দুয়ারে সরকার’ ও ‘পাড়ায় সমাধান’। এই দুটির মাধ্যমে জনপরিষেবা প্রদানের কাজ এগিয়েছে অনেকটা। তবে এবার রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব দিলেন সাধারণ মানুষের উপর। কোথাও কোনও গন্ডগোল দেখলেই নতুন ওই প্রকল্পের মাধ্যমে অভিযোগ নথিভুক্ত করার কথা বললেন মুখ্যমন্ত্রী।   

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর