Rampurhat Violence: রামপুরহাট হিংসা কান্ডে পাঁচ সদস্যের কমিটি গঠন করল বিজেপি - Bangla Hunt

Rampurhat Violence: রামপুরহাট হিংসা কান্ডে পাঁচ সদস্যের কমিটি গঠন করল বিজেপি

By Bangla Hunt Desk - March 23, 2022

বাংলাহান্ট ডেস্কঃ রামপুরহাট হিংসা কান্ডে পাঁচ সদস্যের কমিটি গঠন করল বিজেপি৷ বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এই পাঁচ সদস্যের একটি ‘সত্যতা যাচাই কমিটি’ গড়েছেন। ওই দলের সদস্যেরা আগামী শুক্রবার বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে যাবেন। তাঁরা সেখান থেকে তথ্য সংগ্রহ করে যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় বিজেপি-কে রিপোর্ট জমা দেবেন।

আরো পড়ুন- ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, বাড়ল রান্নার গ্যাসের দামও! মধ্যরাত থেকে কার্যকর নতুন দাম

ওই কমিটিতে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, ভারতী ঘোষ, ব্রজলাল, সত্যপাল সিং, কেসি রামমূর্তিকে রাখা হয়েছে৷ কমিটির সদস্যরা ক্ষতিগ্রস্ত স্থান থেকে প্রমাণ সংগ্রহ করবে৷ পরবর্তীতে একটি রিপোর্ট ও তাঁরা জমা দেবেন৷ তিনি আরও জানিয়েছেন, রাজ্য সরকারের কাছে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হবে।

বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন সুকান্ত মজুমদার জানিয়েছেন, তিনি দিল্লিতে রয়েছেন। বুধবার বিকেল নাগাদ কলকাতায় পৌঁছে যাবেন। ভারতী ঘোষ এখন কলকাতাতেই রয়েছেন। কমিটির বাকি তিন সদস্য কলকাতায় এলে শুক্রবার সকালেই তাঁরা রামপুরহাটের বগটুইয়ে যাবেন।

বগটুইয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। ইতিমধ্যে রামপুরহাটের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছে বিজেপি। মঙ্গলবার সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন এ রাজ্যের সাংসদ সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অর্জুন সিংহ এবং রাজু বিস্তা। রাজ্যে কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে তাঁরা অমিতের কাছে দরবার করেছিলেন। পরে সুকান্ত জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যের কাছে এই ঘটনার রিপোর্ট চেয়েছে। তার পর সামনে এল এই কমিটি গঠনের কথা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর