মালদাঃ- হোলিখেলার আসর থেকে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরের বিহার সীমান্তের কুমেদপুর সংলগ্ন এলাকায় শনিবার রাতে ওই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিশোরীকে অপহরণ করে এলাকার পাশের একটি জঙ্গলে নিয়ে যায় অভিযুক্ত যুবক। সেখানেই তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। কিন্তু কয়েকজন বাসিন্দা যুবককে জঙ্গলে ঢুকতে দেখে ফেলায় তারা সেখানে হানা দেন। বাসিন্দারাই কিশোরীকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন। বাসিন্দাদের দেখে যুবক পালানোর চেষ্টা করে। কিন্তু তাড়া করে ধরে ফেলে ওই যুবকে পর শুরু হয় মারধর। পুলিশ গিয়ে যুবককে আটক করে থানায় নিয়ে যায়।জিজ্ঞাসা বাদে পর রবিবার যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম শিব কুমার মাহাতো। তার বাড়ি বিহারের বেগুসরাইয়ে।
আরো পড়ুন- The Kashmir Files: বেআইনিভাবে দেখানো হচ্ছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখানো বন্ধ হোক! বলছেন খোদ পরিচালক
হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সুত্রে জানাগিয়েছে , ধৃত যুবকের বিরুদ্ধে অপহরণের মামলার পাশাপাশি পকসো আইনেও মামলা করা হয়েছে। যুবক কিশোরীকে অপহরণ করে পাচারের ছক করেছিল কি না তাও পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে স্থানীয় একটি কালীমন্দিরে হোলিখেলা চলছিল। গ্রামবাসীদের সঙ্গে সেখানে হোলি খেলার জন্য হাজির হয় কিশোরীও। স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পডা়শুনা করে ওই কিশোরী। সেখান থেকেই মুখে গামছা বেঁধে সকলের অগোচরে কিশোরীকে তুলে নিয়ে যায় ওই যুবক বলে অভিযোগ। ধৃত শিব কুমারের বাড়ি বিহারের বেগুলরাইয়ে। মাঝেমধ্যে সে হরিশ্চন্দ্রপুর এলাকায় শৌচাগারের ট্যাঙ্ক সাফাই করার কাজ করতে আসে বলে জানতে পেরেছে পুলিশ। শনিবারও ওই এলাকায় শৌচাগার সাফাইয়ের কাজে এসেছিল সে। তারপর আর ফেরেনি। পরে রাতে কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। লাগোয়া জঙ্গলে কিশোরীকে নিয়ে ঢোকার সময় অন্ধকারে তা দেখে ফেলেন স্থানীয় তিন ব্যক্তি। তারপর তারাই জঙ্গলে হানা দেন। অপহরণ করে ধর্ষণ নাকি কিশোরীকে পাচারের ছক কষা হয়েছিল পুলিশ তা খতিয়ে দেখছে।
কিশোরীর বাবা ভ্যান চালিয়ে সংসার চালান। এদিন তিনি বলেন, বিহারের ওই যুবক মাঝেমধ্যে এলাকায় কাজ করতে আসে। অনেকেই তাকে চেনে। সে যে এমন করতে পারে ভাবতেই পারছেনা। কয়েকজনের জন্য মেয়ে বড়সড় সর্বনাশের হাত থেকে রক্ষা পেয়েছে। প্রশাসনের তরফে কড়া ব্যবস্তা নেওয়া হওক।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!