বাংলায় হেরে বদলা নিচ্ছে বিজেপি, দরকারে সুপ্রিম কোর্টে যাব'! ইডির তলবে দিল্লি পাড়ি অভিষেকের - Bangla Hunt

বাংলায় হেরে বদলা নিচ্ছে বিজেপি, দরকারে সুপ্রিম কোর্টে যাব’! ইডির তলবে দিল্লি পাড়ি অভিষেকের

By Bangla Hunt Desk - March 20, 2022

নিউজ ডেস্ক: কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling Case) এর আগেও তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জেরা করেছিল ইডি (Enforcement Directorate)। দিল্লিতে তাঁকে প্রায় ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিস পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী ওই সংস্থা। এমনকী, তাঁর স্ত্রী রুজিরাকেও (Rujira Banerjee) হাজিরার নির্দেশ দিতে বলা হয়েছে। সোমবার ও মঙ্গলবার তাঁদের দিল্লিতে ইডির (ED Office in Delhi) অফিসে হাজির থাকতে বলা হয়েছে। আর সেই মতোই হাজিরা দেওয়ার ঠিক একদিন আগেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন তাঁরা। রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপিকে (BJP) তুলোধনা করেন তিনি। বলেন, “বাংলায় হেরে বদলা নিচ্ছে বিজেপি। সুপ্রিম কোর্টে (Supreme Court) যাব।”

আরো পড়ুন- হিজাব মাললায় রায়দানের পর প্রধান বিচারপতিকে প্রাননাশের হুমকি! তড়িঘড়ি ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার সিদ্ধান্ত সরকারের

এর আগেও দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল অভিষেক ও রুজিরাকে। কিন্তু সেই সময় সাংসদ ও তাঁর স্ত্রী ইডির পাঠানো নোটিসের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা, উভয়েই পশ্চিমবঙ্গের বাসিন্দা। যদিও তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে দিল্লিতে। কলকাতায়ও ইডির অফিস রয়েছে। তাঁদের সেখানে হাজিরা দিতে বলুক। কিন্তু চলতি মাসেই অভিষেক ও রুজিরার সেই আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। আর তাঁদের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর আবারও বন্দ্যোপাধ্যায় দম্পতিকে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠায় ইডি। সোমবার ও মঙ্গলবার তাঁর দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।

তবে দিল্লিতে ইডির দপ্তরে নয়, তদন্তের স্বার্থে কলকাতার দপ্তরে ডাকা হোক সস্ত্রীক ডায়মন্ড হারবারের সাংসদকে। এই আরজি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। রায় ঘোষণার পরই ফের সাংসদকে নোটিস পাঠায় ইডি। এ প্রসঙ্গে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, “গত ৪ মাস ধরে আদালতে শুনানি ছিল। ১০ তারিখ ৫ রাজ্যের ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। বিচারবিভাগের উপর ভরসা রেখেই বলছি, ১১ তারিখ আদালতে আমার আরজি খারিজ হয়ে যায়। এ নিয়ে আমি সুপ্রিম কোর্টে যাব।”

কয়েকদিন আগেই সাংসদের বাঁ চোখে অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসক তাঁকে বিশ্রাম নিতে বলেছিলেন। তার পরেও এদিন দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক। বললেন, “চিকিৎসক বিশ্রাম নিতে বললেও আমি যাচ্ছি আজ।” বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেন, “বাংলায় হেরে গায়ে জ্বালা ধরেছে বিজেপির। তাই বারবার ডেকে পাঠানো হচ্ছে। অথচ যাদের টাকা নিতে দেখা গিয়েছে, যাদের নামে অভিযোগ রয়েছে, তাদের ডাকা হচ্ছে না। এ জন্যই ইডির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।” এর পরই তাঁর চ্যালেঞ্জ, “লড়াই চলবে। শেষ দেখে ছাড়ব। আমি মাথা নত করব না।”

প্রসঙ্গত, বাংলায় যখন বিজেপি লাগাতার হারছে, সামনে যখন আবার উপনির্বাচন, যখন সংসদে বিজেপির (BJP) বিরুদ্ধে ‘ব্লক’ তৈরিতে উদ্যোগ নিচ্ছে তৃণমূল, ঠিক সেই সময়ে অভিষেকদের আবার তলব। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিনই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তৃণমূল (TMC) নেতাদের এজেন্সি দিয়ে হয়রানি শুরু হচ্ছে। তিনি এও বলেছিলেন, “এবার বোধহয় অভিষেকের দু’ বছরের বাচ্চাকেও ডাকবে।” স্বয়ং অভিষেক আগেও স্পষ্টভাবে বলেছেন তিনি নির্দোষ। যাবতীয় কুৎসার জবাবও দিয়েছেন তিনি। বলেছেন, “এক বিন্দু প্রমাণ থাকলে স্বেচ্ছায় ফাঁসির মঞ্চে গিয়ে মৃত্যুবরণ করব।”

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর