নেশার ঘোরে গানের তালে নাচতে নাচতে নিজের বুকেই ছুরি! তার পরেই মৃত্যু - Bangla Hunt

নেশার ঘোরে গানের তালে নাচতে নাচতে নিজের বুকেই ছুরি! তার পরেই মৃত্যু

By Bangla Hunt Desk - March 20, 2022

ইন্দোরঃ নেশার ঘোরে গানের তালে নাচতে নাচতে নিজের বুকেই ছুরি দিয়ে বারবর আঘাত করে যুবক। তার পরেই তার মৃত্যু হয়। এমনই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের বনগাঙ্গা এলাকায়। মৃত যুবকের নাম গোপাল সোলাঙ্কি। বয়স ৩৮ বছর ।

আরো পড়ুন- রাজ্যে ৫০ লক্ষ রেশন কার্ড বাতিল করল খাদ্য দফতর! বেশিরভাগটাই নকল আর জাল

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে নেশা করে ‘হোলিকা দহন’ পালন করছিলেন এক যুবক। গানের তালে তালে সকলেই নাচছিলেন। হাতে ছুরি নিয়ে নাচছিলেন গোপাল। সেই সময় একটি স্টান করার সময় নিজের বুকেই একটি ছুরি দিয়ে বারবার আঘাত করে (৩৮) গোপাল। সেই অবস্থাতেও নাচছিলেন তিনি। বন্ধুরাও লক্ষ করেননি কী সর্বনাশ করে ফেলেছেন গোপাল!

নেশার ঘোরে গোপাল নিজেও বুঝতে পারেননি যে গুরুতর জখম হয়েছেন তিনি এবং বুক থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। ইতিমধ্যেই সেই দৃশ্য চোখে পড়ে এক মহিলার। তিনি দৌড়ে এসে গোপালকে সতর্ক করেন। রক্তে হলুদ জামার বাঁ দিকটা লাল হয়ে গিয়েছিল। সম্বিৎ ফিরতেই গোপালকে টলতে টলতে সেখান থেকে চলে যেতে দেখা যায়।
গুরুতর জখম অবস্থায় গোপালকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর