রাজ্যে ৫০ লক্ষ রেশন কার্ড বাতিল করল খাদ্য দফতর! বেশিরভাগটাই নকল আর জাল - Bangla Hunt

রাজ্যে ৫০ লক্ষ রেশন কার্ড বাতিল করল খাদ্য দফতর! বেশিরভাগটাই নকল আর জাল

By Bangla Hunt Desk - March 19, 2022

রাজ্যে ৫০ লক্ষ রেশন কার্ড বাতিল করল খাদ্য দফতর। যার বেশিরভাগটাই নকল, জাল অথবা উপভোক্তার মৃত্যু হয়েছে৷ শুধু তাই নয়, কোন উপভোক্তা প্রতি মাসে কত রেশন পাবেন তার তথ্য নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএসের সাহায্যে পৌঁছবে৷ শনিবার খাদ্য দফতরের এক আধিকারিক জানান, উপভোক্তারা যে মোবাইল নম্বর কার্ডের সঙ্গে সংযোগ করিয়েছেন, সেই মোবাইল নম্বরেই এসএমএস পৌঁছবে৷ এরফলে, রেশন-ডিলাররা সাধারণ গ্রাহকদের ঠকাতে পারবেন না৷

আরো পড়ুন- BigBreaking: পানিহাটিতে কুপিয়ে খুন! একসপ্তাহ আগেই খুন হয়েছিল কাউন্সিলার

হঠাৎ রেশন কার্ড ব্লক করার কারণ কী? এক আধিকারিক জানান, বহুক্ষেত্রে এক ব্যক্তির নামে একাধিক জায়গায় রেশন কার্ড ছিল৷ বিয়ের পরে মহিলার বাপের বাড়ি ও শ্বশুর বাড়িতে আবার নতুন কার্ড হয়েছে, আবার কোথায় উপভোক্তার মৃত্যু হয়েছে কিন্তু তার নামে দীর্ঘদিন রেশন বরাদ্দ হচ্ছে-এরকম কার্ড গুলিই ব্লক করা হয়েছে৷ কারণ, কয়েক মাস আগে এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অস্তিত্বহীন রেশন কার্ড ব্লক করার নির্দেশ দিয়েছিলেন৷

খাদ্য দফতর সূত্রের আরও খবর, রাজ্যজুড়ে গত দু’বছর ধরে মোবাইল নম্বর রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে৷ ইতিমধ্যে ৭০ লাখ উপভোক্তার মোবাইল নম্বর সংযোগ শেষ হয়েছে৷ বাকি ৮ লাখ গ্রাহকের মোবাইল নম্বর সংযোগ করা হবে৷

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর