Big Breaking: ঢাকার ইসকন মন্দিরে হামলা, জখম ৩ - Bangla Hunt

Big Breaking: ঢাকার ইসকন মন্দিরে হামলা, জখম ৩

By Bangla Hunt Desk - March 18, 2022

বাংলাহান্ট ডেস্কঃ ঢাকার ইসকন মন্দিরে হামলা, জখম ৩। নোয়াখালীতে ইসকন মন্দির ভাঙচুরের অভিযোগ। প্রায় ২০০ জন হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার গুরুপূর্ণিমার উৎসবের প্রস্তুতির সময় ঢাকার রাধাকান্ত মন্দিরে ‘হামলা’, চালানো হয় বলে অভিযোগ।

আরো পড়ুন- কাশ্মীরি পণ্ডিতরা ফিরতে চাইলে বাড়ি ফাঁকা করে দেওয়া হবে! ঘোষণা সিআরপিএফের

দোলের আগের দিন তোলপাড় বাংলাদেশের ঢাকা শহরের ইসকন মন্দির (ISKCON Temple Dhaka))। বৃহস্পতিবার ঢাকার ওয়ারীতে ২২২ লালমোহন সাহা স্ট্রিটে অবস্থিত ইসকন রাধাকান্ত মন্দিরে হামলা, ভাঙচুর ও লুঠপাট চালায় ২০০ জনেরও বেশি মানুষ বলে অভিযোগ। খবর অনুযায়ী, হামলায় সুমন্ত্র চন্দ্র শ্রাবণ, নীহার হালদার, রাজীব ভদ্রসহ অনেকে আহত হয়েছেন। হামলার নেতৃত্বে ছিলেন হাজী শফিউল্লাহ।

গত বছর, বাংলাদেশের কুমিল্লা শহরের নানুয়ার দীঘি হ্রদের কাছে একটি দুর্গাপুজো প্যান্ডেলে কোরান অবমাননা করার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর, হিংসার কারণে কমপক্ষে তিনজন নিহত হয়। এর আগে ঢাকার টিপু সুলতান রোড ও চট্টগ্রামের কোতোয়ালিতেও একই ধরনের ঘটনার খবর পাওয়া গেছে।

গত বছর দুর্গা পুজোয় হিন্দুদের বিরুদ্ধে গুজব ছড়িয়ে দুর্গাপুজোর একের পর প্যান্ডেলে হামলা চালানো হয়, মূর্তি ভেঙে ফেলা হয়। শুধু তাই নয়, হিন্দুদের বাড়িতে হামলা চালানো হয়। একই সময়ে ঢাকায় অবস্থিত ইসকন মন্দিরেও হামলা চালানো হয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর